ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
কামিন্সের বলে ক্যারের হাতে ক্যাচ দিয়ে আউট পন্থ (৬১)। ভারত ১২৪/৫।
ওয়েবস্টারের বলে ক্যারের হাতে ক্যাচ দিয়ে আউট শুভমন (১৩)। ভারত ৭৮/৪।
আবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁজা। বোল্যান্ডের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি (৬)। ভারত ৫৯/৩।
২২ গজে রয়েছেন ওয়েবস্টার (২৮) এবং ক্য়ারে (৪)। অস্ট্রেলিয়া ১০১/৫। ২টি করে উইকেট বুমরাহ এবং সিরাজের।
প্রসিদ্ধের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট স্মিথ (৩৩)। অস্ট্রেলিয়া ৯৬/৫।
সিরাজের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হেড (৪)। অস্ট্রেলিয়া ৩৯/৪।
সিরাজের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট কনস্টাস (২৩)। অস্ট্রেলিয়া ৩৫/৩।
বুমরাহের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট লাবুশেন (২)। অস্ট্রেলিয়া ১৫/২।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy