ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শেষ হয়ে রবিবার। তবে পরের দিন, সোমবার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, পাকিস্তানের জার্সি পরিহিত এক সমর্থককে সেই জার্সি ঢেকে রাখার নির্দেশ দিচ্ছে পুলিশ। ওই সমর্থকও তা মানতে চাননি। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেউ পুলিশের আচরণে ক্ষুব্ধ। আবার কেউ নিয়মের কথা বলছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার প্রথমে এসে ওই সমর্থককে অনুরোধ করছেন জার্সি ঢেকে রাখার। ওই সমর্থক জানান, লিখিত ভাবে তাঁকে সেই অনুরোধ জানাতে। কিছু ক্ষণ পরে আরও কিছু পুলিশ আসেন সেখানে। তাঁরাও ওই সমর্থককে একই অনুরোধ করেন।
এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ওই সমর্থক। তিনি জানান, টিকিট কেটে খেলা দেখতে এসেছেন। সমর্থকেরা যে কোনও দেশের জার্সি পরে খেলা দেখতে পারেন। তিনি পাকিস্তানের নাগরিক তাই পাকিস্তানের জার্সি পরেছেন। ভারত বা ইংল্যান্ডের সমর্থকদের যখন সমস্যা নেই তা হলে পুলিশের কেন সমস্যা হচ্ছে? পুলিশ আধিকারিকেরা জানান, ওল্ড ট্র্যাফোর্ডের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দুই দেশ ছাড়া অন্য কোনও দেশের জার্সি পরে খেলা দেখা যায় না। তাই পাকিস্তানের জার্সি ঢেকে রাখার অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন:
তবু পুলিশের সঙ্গে তর্কাতর্কি থামেনি। কিছু ক্ষণের জন্য ওই সমর্থককে বাইরে নিয়ে যাওয়া হয়। তার পরে আবার তিনি মাঠে আসেন পাকিস্তানের জার্সি গায়েই। অনেকেই জানিয়েছেন, সমর্থকদের যে কোনও দেশের জার্সি পরেই খেলা দেখার অধিকার রয়েছে। পাকিস্তানের ওই সমর্থক ভুল কাজ করেননি। আবার অনেকে বলেছেন, খেলা দেখতে গেলে নিয়ম মানতেই হবে। সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
পরে আর এক সমর্থকের ছবি ছড়িয়ে পড়ে, যিনি পাকিস্তানের জার্সি হাতে ধরে পোজ় দিয়েছেন। তবে জার্সিটি পরেননি।