২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল। এ বার খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তিনটি প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় দল ছাড়াও আরও এক ব্যক্তি থাকবেন। তিনি ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ইলিংওয়র্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে আম্পায়ার হিসাবে থাকবেন তিনি। সঙ্গী অস্ট্রেলিয়ার পল রেইফেল।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাইয়ে। ভারত বনাম নিউ জ়িল্যান্ডের সেই ম্যাচের দায়িত্বে কারা থাকবেন, তা জানিয়ে দিল আইসিসি। ম্যাচ রেফারি হিসাবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে। ইংল্যান্ডের আম্পায়ার ইলিংওয়র্থের বয়স ৬১ বছর। তাঁর উপর ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বও ছিল। সেই ম্যাচ হয়েছিল দুবাইয়ে। অস্ট্রেলিয়ার রেইফেলের বয়স ৫৮ বছর। তিনি দক্ষিণ আফ্রিকা-নিউ জ়িল্যান্ড ম্যাচের দায়িত্ব সামলেছিলেন। যে ম্যাচ হয়েছিল লাহোরে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
পর পর তিন বছর আইসিসির তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে খেলবে ভারত, যা প্রমাণ করে কতটা ধারাবাহিক এই ভারতীয় দল। এই তিনটি প্রতিযোগিতার ফাইনালেই দায়িত্ব পেলেন ইলিংওয়র্থ। চার বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছেন তিনি। এ বারের ফাইনালেও তাঁর উপর দায়িত্ব দিয়ে আইসিসি বুঝিয়ে দিল, বড় প্রতিযোগিতায় ইলিংওয়র্থের উপর কতটা ভরসা করে তারা।
ফাইনালে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান