হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার পর মঞ্চে উচ্ছ্বাসে মাতোয়ারা ভারতীয় দলের ক্রিকেটারেরা। আতশবাজিতে ঢেকে গিয়েছে দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামের আকাশ। রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্যেরা এক দিনের ক্রিকেটে সেরা হওয়ার আনন্দে আত্মহারা। ঠিক তখনই মঞ্চ থেকে নেমে যান মহম্মদ শামি। কিছুটা দূর থেকে সতীর্থদের উল্লাস উপভোগ করেন বাংলার জোরে বোলার।
ভারতীয় দলের উদ্যাপনের নানা ছবি দেখা গিয়েছে রবিবার রাতে। একসঙ্গে দল বেঁধে ছিলেন সকলে। কিন্তু রোহিত হাতে ট্রফি পাওয়ার কিছু ক্ষণ পরই স্বেচ্ছায় দলছুট হয়ে যান শামি। মঞ্চে তখন শ্রেয়স, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানাদের হাতে শ্যাম্পেনের বোতল। মঞ্চে ফোয়ারার মতো উড়ছে শাম্পেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে শ্যাম্পেন-স্নান করছেন ভারতীয় ক্রিকেটারেরা। তা দেখেই ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে চলে যান শামি।
বাংলার জোরে বোলার নিজস্ব ধর্মীয় অনুশাসন মেনে নিজেকে সেই মুহূর্তে সরিয়ে নেন সতীর্থদের পাশ থেকে। শ্যাম্পেন-স্নান শেষ হওয়ার পর আবার মঞ্চে ফিরে আসেন। সতীর্থদের সঙ্গে উৎসবে শামিল হন। ক্রিকেটের মতো নিজের ধর্মের প্রতিও সমান আন্তরিক এবং শ্রদ্ধাশীল তিনি। রবিবার রাতে শামির এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা অনেকেই তাঁর প্রশংসা করেছেন।
আরও পড়ুন:
গত এক দিনের বিশ্বকাপ খেলার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান শামি। অস্ত্রোপচারের পর চোট সারিয়ে এক বছরেরও বেশি সময় পর ফিরেছেন ভারতীয় দলে। ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ় খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামিই ছিলেন ভারতের জোরে বোলিং আক্রমণের প্রধান ভরসা। জশপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হয় তাঁকে। চোট সারিয়ে ফেরা শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট নিয়ে সেই আস্থার মর্যাদা রেখেছেন।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান
-
রবিবার রাতের চ্যাম্পিয়ন দলই সোমবার সকালে ‘ছন্নছাড়া’! একসঙ্গে দেশে ফিরছেন না রোহিত-কোহলিরা, কেন?