Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Ravichandran Ashwin

সকলের উপরে অশ্বিন, ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় প্রথম পাঁচে কারা

টেস্টে ভারতের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় বাকি চার জন বোলার কারা?

cricket

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১
Share: Save:

শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। আরও কয়েক জন বোলার রয়েছেন যাঁরা ভারতের মাটিতে টেস্টে দাপট দেখিয়েছেন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় প্রথম পাঁচে কারা।

১) রবিচন্দ্রন অশ্বিন— দেশের মাটিতে ৩৬৯টি উইকেট নিয়েছেন অশ্বিন। অর্থাৎ, আর ৩১টি উইকেট নিলে প্রথম ভারতীয় হিসাবে ভারতের মাটিতে ৪০০ উইকেটের মালিক হবেন তিনি। দেশ-বিদেশ মিলিয়ে ১০২টি টেস্টে ৫২৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে মোট উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

২) অনিল কুম্বলে— টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক কুম্বলে। ১৩২টি টেস্টে ৬১৯টি উইকেট নিয়েছেন। তবে ভারতে উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। দেশের মাটিতে টেস্টে ৩৫০টি উইকেট নিয়েছেন তিনি।

৩) হরভজন সিংহ— তৃতীয় স্থানেও রয়েছেন এক স্পিনার। দেশের মাটিতে টেস্টে হরভজনের উইকেটের সংখ্যা ২৬৫। সব মিলিয়ে উইকেটের তালিকায় চতুর্থ স্থানে তিনি। টেস্টে ১০৩টি ম্যাচে ৪১৭টি উইকেট নিয়েছেন ভাজ্জি।

৪) কপিল দেব— প্রথম পাঁচ বোলারের মধ্যে একমাত্র পেসার তিনি। দেশের মাটিতে ২১৯টি উইকেটে নিয়েছেন কপিল। টেস্টে সব মিলিয়ে ১৩১টি ম্যাচে ৪৩৪টি উইকেট নিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।

৫) রবীন্দ্র জাডেজা— তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন জাডেজা। ভারতের মাটিতে টেস্টে তিনি ২১৮টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে টেস্টে উইকেটের তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে সাত নম্বরে রয়েছেন জাডেজা। ৭৪টি টেস্টে ২৯৯টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin India Cricket test cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy