ভাই হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। দাদা ক্রুণাল পাণ্ড্য খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। সোমবার সেই দুই দলের লড়াইয়ে বাজিমাত দাদার। শেষ ওভারে তিন উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন ক্রুণাল। তার আগে ভাই হার্দিক দলকে জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন।
সোমবার প্রথমে ব্যাট করে ২২১ রান তোলে ক্রুণালের বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে মুম্বই শেষ হয়ে যায় ২০৯ রানে। ক্রিকেট মাঠের হার-জিত যদিও দুই ভাইয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলে না। ম্যাচ শেষে ক্রুণাল বলেন, “আমাদের সম্পর্ক এমনই যে, আমরা জানি দিনের শেষে এক জন পাণ্ড্য জিতবেই। একের অপরের প্রতি ভালবাসা বা আকর্ষণ তাতে একটুও কমেনি। হার্দিক খুব ভাল ব্যাট করেছে। আমরা দু’জনেই জিততে চেয়েছিলাম। হার্দিকের জন্য খারাপ লাগছে।” ক্রুণাল বল করার সময় তাঁকে ছক্কাও মারেন হার্দিক। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতেন ক্রুণালই।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদারের প্রশংসা করেন ক্রুণাল। তিনি বলেন, “রজত যে ভাবে ব্যাটিং শুরু করেছিল, সেটা অসাধারণ। অধিনায়ক হিসাবে ও দলকে সব সময় স্বস্তিতে রাখে। পরিকল্পনা অনুযায়ী খেলতে দেয় সকলকে। একজন বোলার হিসাবে এটা প্রয়োজন হয়। খুব শান্ত থাকে রজত। কোনও বিষয়কে জটিল করে দেখে না। ওর নেতৃত্বে খেলতে ভাল লাগছে। জিতেশ (শর্মা) খুব ভাল খেলেছে। প্রতি ম্যাচে উন্নতি করছে।”
বেঙ্গালুরুর পরের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। ক্রুণাল বলেন, “এখনই ট্রফি জয়ের কথা ভাবতে চাই না। কিন্তু মরসুম শেষে আমরা কী চাই, সেটা সকলে জানে। শুধু মাথা নিচু করে কাজ করে যেতে চাই। ম্যাচ জিততে চাই।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ