আন্দ্রে রাসেল। ছবি: পিটিআই।
আইপিএলের আগে পুরোদমে অনুশীলন করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতি দিনই ইডেন গার্ডেন্সে হয় অনুশীলন, অথবা আন্তঃদলীয় ম্যাচ খেলছে। সে রকমই একটি ম্যাচে বল করতে গিয়ে ছয় হজম করলেন আন্দ্রে রাসেল। পরে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দিলেন সেই নিয়ে।
দু’দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলেন কেকেআরের ক্রিকেটারেরা। ব্যাট করছিলেন মণীশ পাণ্ডে। বল করছিলেন রাসেল। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারের বলে সোজা শট মারেন মণীশ। বল গিয়ে পড়ে বাউন্ডারির ও পারে কেকেআরের কোচেদের বসার জায়গায়। সেই ভিডিয়ো দেওয়া হয়েছে কেকেআরের ইনস্টাগ্রামে। পোস্টের নীচে রাসেল লিখেছেন, “আমার এটা একদম পছন্দ হয়নি। একদম না।”
সেই ম্যাচে কেকেআরের দুই ক্রিকেটারই সফল হয়েছেন। দীর্ঘ দিন বাদে কেকেআরে ফেরা মণীশ ২৪ বলে ৫১ রান করেন। রাসেল ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৫ রান করেন। বল হাতেও একাধিক বার নজর কেড়ে নেন। সেই ম্যাচে মণীশ ছাড়াও ফিল সল্ট এবং নীতীশ রানা অর্ধশতরান করেন। এঁদের মধ্যে সল্ট ৪১ বলে ৭৮ রান করে ওপেনার হিসাবে জায়গা কার্যত পাকা করে ফেলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy