গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আবার দলে বদল করল নাইট রাইডার্স। সোমবার ইডেন গার্ডেন্স ম্যাচে দুই ক্রিকেটারকে বদল করা হল। এ বারের আইপিএলে প্রথম বার খেলার সুযোগ পেলেন রহমানুল্লাহ গুরবাজ়। এ ছাড়া দলে ফিরলেন মইন আলিও।
চলতি আইপিএলে কেকেআরের আগের সব ম্যাচেই ওপেন করেছেন কুইন্টন ডি’কক। উইকেটকিপিংও করেছেন তিনি। সোমবার এই দুই দায়িত্বই পালন করতে দেখা যাবে আফগানিস্তানের ক্রিকেটার গুরবাজ়কে। আগের আইপিএলে তিনি নিয়মিত খেলেছেন।
তবে মইন আলিকে আনা হয়েছে অনরিখ নোখিয়ার জায়গায়। দক্ষিণ আফ্রিকার নোখিয়া সবে গত ম্যাচেই প্রথম সুযোগ পেয়েছিলেন। আবার তাঁকে বসিয়ে দেওয়ার অর্থ খুঁজে পাওয়া গেল না।
টসের আগে পিচ বিশ্লেষণ করতে এসেছিলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার অইন মর্গ্যান। তিনি জানান, পিচে যথেষ্ট পরিমাণে ঘাস রয়েছে। এমনকি সুইংও পাওয়া যেতে পারে। পেসারেরা এই পিচে সাফল্য পাবেন। কেকেআরের হাতে ইতিমধ্যেই হর্ষিত রানা এবং বৈভব অরোরা রয়েছেন। নোখিয়া থাকলে শক্তি আরও বাড়ত। মইন স্পিন করেন। কেন তাঁকে প্রথম একাদশে রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
আরও পড়ুন:
মর্গ্যান আরও বলেছেন, সোমবার ইডেনে বল বিশেষ ঘুরবে না। তাই স্পিনারদের কাছে কঠিন পরিস্থিতি হতে পারে। তাঁর আশা, সোমবারের ম্যাচে অনেক রান উঠতে পারে।
টসের সময় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, “আমরা বল করার সময় পিচ বেশ শুকনো থাকবে। আমরা জানি এই পিচ কেমন আচরণ করে। তা ছাড়া এই মাঠে রান তাড়া করার মজা আছে।”
তিনি আরও বলেন, “প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে। আমরা অনেক ভুল করেছি ঠিকই। কিন্তু ইতিবাচক থাকতে চাইছি। এখন পয়েন্ট তালিকায় সাতে আছি। কিন্তু উপরের দিকে ওঠার জন্য যে অনুপ্রেরণা দরকার সেটা সকলের মধ্যেই রয়েছে।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ