লখনউ সুপার জায়ান্টসের কাছে গুজরাত টাইটান্স হেরে যাওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে আইপিএলের পয়েন্ট টেবলে এক ধাপ নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে উঠে এল ঋষভ পন্থের দল। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছিলেন অজিঙ্ক রাহানেরা।
লখনউয়ের কাছে হারায় পয়েন্ট টেবলের শীর্ষ স্থান হাতছাড়া হল গুজরাত টাইটান্সের। শীর্ষে উঠে এল এখনও অপরাজিত থাকা দিল্লি ক্যাপিটালস। অক্ষর পটেলের দলের চার ম্যাচে চার জয়। পয়েন্ট ৮। দিল্লির নেট রান রেট ১.২৭৮। দ্বিতীয় স্থানে থাকলেন শুভমন গিলেরা। তাঁরা ছ’টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট ৮। তাঁদের নেট রান রেট ১.০৮১। তৃতীয় স্থানে উঠে এসেছে লখনউ। পন্থেরা ছ’টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ৮। লখনউয়ের নেট রান রেট ০.১৬২। পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে কলকাতা। ছ’টি ম্যাচ খেলে তিনটি জয় রাহানেদের। পয়েন্ট ৬। কেকেআরের নেট রান রেট ০.৮০৩।
পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ ম্যাচে তিনটি হয় আরসিবির। পয়েন্ট ৬। নেট রান রেট ০.৫৩৯। লখনউ-গুজরাত ম্যাচের পর পয়েন্ট টেবলের ষষ্ঠ স্থানে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের দল চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। পয়েন্ট ৬। নেট রান রেট ০.২৮৯। সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল পাঁচটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। পয়েন্ট ৪। রাজস্থানের নেট রান রেট -০.৭৩৩।
আরও পড়ুন:
পয়েন্ট তালিকায় শেষ তিনটি জায়গায় রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। অষ্টম স্থানে থাকা মুম্বই পাঁচটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। পয়েন্ট ২। নেট রান রেট -০.০১০। নবম স্থানে থাকা চেন্নাই ছ’টি ম্যাচ খেলে একটি জিতেছে। ধোনিদের পয়েন্ট ২। নেট রান রেট -১.৫৫৪। দশম স্থানে থাকা হায়দরাবাদ পাঁচটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ২। তাঁদের নেট রান রেট -১.৬২৯।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
০০:১৮
কেন লুকিয়ে রাখলেন নিজেকে? ম্যাচ হেরে অজুহাত খুঁজছেন লখনউয়ের অধিনায়ক পন্থ -
২৩:৪৭
অবশেষে গোয়েন্কার সঙ্গে সাক্ষাৎ! ২ সেকেন্ডে রাহুল বুঝিয়ে দিলেন গত বারের সেই অপমানের জ্বালা মেটেনি -
২২:৫২
ধমকের বদলা ধমাকায়! গোয়েন্কাকে জবাব বিতাড়িত রাহুলের, গ্যালারিতে দাঁড়িয়ে হার দেখলেন লখনউ মালিক -
২১:০৬
এক ওভারে মুকেশের জোড়া ধাক্কায় ছন্দহীন পন্থের লখনউ, জয়ের জন্য দিল্লির চাই ১৬০ রান -
১৮:৪১
দিনে পাঁচ লিটার দুধ? অবশেষে নিজের শক্তির রহস্য ফাঁস করলেন ধোনি