অজিঙ্ক রাহানে হোটেলের লনে প্রাণপণে দৌড়োচ্ছেন। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি শনিবারের কি না তা জানা যায়নি। কিন্তু তাঁর এমন দৌড় দেখে মনে হচ্ছে তাঁকে রেখে দলের বাস চলে যাচ্ছিল। বাস ধরার জন্যই হয়তো দৌড়চ্ছিলেন তিনি।
রাহানে কেন দৌড়চ্ছিলেন তা নিশ্চিত করা না গেলেও তাঁর দৌড় ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেকেআরের অধিনায়ক করা হয়েছে রাহানেকে। দৌড়ের ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সেখানে কলকাতার জার্সি পরে রয়েছেন তিনি। হাতে রয়েছে একটি ব্যাট এবং কাঁধে ব্যাগ। ভিডিয়োটিতে দাবি করা হয়েছে যে, দলের বাস রাহানেকে রেখেই চলে যাচ্ছিল। তাই বাস ধরার জন্য দৌড়ে যাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন:
শনিবার ইডেনে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টিও পড়ছে। শুক্রবার বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল দুই দলের অনুশীলনও। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশা জাগাচ্ছে সকলের মনে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১১:২২
ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রবিবার আইপিএলের কলকাতা-হায়দরাবাদ ম্যাচ ঘিরে উদ্বেগ -
২৩:২২
উপেক্ষিত শ্রেয়সকে হারালেন ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া করুণ, সঙ্গত রিজভির, পঞ্জাবকে হারাল দিল্লি -
২১:২৯
শ্রেয়সের অর্ধশতরান, ঝোড়ো ইনিংস স্টোইনিসের, দিল্লির সামনে ২০৭ রানের লক্ষ্য দিল পঞ্জাব -
২০:৩১
টেস্ট দলে সুযোগ! বিশ্বাসই হচ্ছে না সুদর্শনের, বললেন, ‘গল্পের এখনও অনেক বাকি’ -
১৯:৩৬
ভারতের টেস্ট দলে নেই কেকেআরের কেউ, ব্রাত্য আরও এক দল, আইপিএল থেকে কারা সুযোগ পেলেন?