অজিঙ্ক রাহানে হোটেলের লনে প্রাণপণে দৌড়োচ্ছেন। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি শনিবারের কি না তা জানা যায়নি। কিন্তু তাঁর এমন দৌড় দেখে মনে হচ্ছে তাঁকে রেখে দলের বাস চলে যাচ্ছিল। বাস ধরার জন্যই হয়তো দৌড়চ্ছিলেন তিনি।
রাহানে কেন দৌড়চ্ছিলেন তা নিশ্চিত করা না গেলেও তাঁর দৌড় ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেকেআরের অধিনায়ক করা হয়েছে রাহানেকে। দৌড়ের ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সেখানে কলকাতার জার্সি পরে রয়েছেন তিনি। হাতে রয়েছে একটি ব্যাট এবং কাঁধে ব্যাগ। ভিডিয়োটিতে দাবি করা হয়েছে যে, দলের বাস রাহানেকে রেখেই চলে যাচ্ছিল। তাই বাস ধরার জন্য দৌড়ে যাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন:
শনিবার ইডেনে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টিও পড়ছে। শুক্রবার বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল দুই দলের অনুশীলনও। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশা জাগাচ্ছে সকলের মনে।