ক্রীড়াবিদদের অনেকের হাতে দেখা যায় ট্যাটু। সেই তালিকায় বাদ যাননি রিঙ্কু সিংহও। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের উত্থান আইপিএল থেকেই। পরে দেশের হয়েও খেলার সুযোগ পেয়েছেন রিঙ্কু। কিন্তু তাঁর হাতে থাকা ট্যাটুতে রয়েছে একটি ঘড়ি। যেখানে সময় দেখাচ্ছে দুপুর ২.২১ মিনিট। কেন এই ট্যাটু?
২০১৮ সালের আইপিএলে রিঙ্কুকে দলে নিয়েছিল কলকাতা। সেই বারের নিলামে ৮০ লক্ষ টাকা পেয়েছিলেন। যে টাকা তাঁর জীবন বদলে দিয়েছিল। এ বারে তাঁকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে কলকাতা। রিঙ্কু মনে করেন, এই সব কিছুই ‘ঈশ্বরের পরিকল্পনা’। তিনি হাতে সে কথাও লিখে রেখেছেন। রিঙ্কুর হাতে দেখা যায় একটি ট্যাটু, যেখানে লেখা ‘গডস প্ল্যান’। কিন্তু ঘড়ির ছবি কেন ট্যাটু করেছেন রিঙ্কু?
আরও পড়ুন:
ঘড়ির ট্যাটু সম্পর্কে কেকেআরের রিঙ্কু বলেন, “ওই সময় আমার জীবন বদলে গিয়েছিল। ২০১৮ সালের নিলামে ওই সময় আমাকে কিনেছিল কেকেআর।” রিঙ্কুর হাতে রয়েছে একটি গোলাপের ট্যাটু। সেই সম্পর্কে তিনি বলেন, “গোলাপফুল ফোটার ছবি এটা। এটার অর্থ একটা সুন্দর যাত্রার শুরু। কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে কেনার আগে আমার কাছে কোনও টাকা ছিল না। বাড়ি ছিল না। কিছুই ছিল না। ওই টাকা আমার জীবন বদলে দেয়। আমার জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শুধু আমার নয়, আমার পরিবারের সকলের জীবন সহজ হয়ে যায়।”
শুধু রিঙ্কু নন, লোকেশ রাহুলের একটি ট্যাটুতেও সময় লেখা রয়েছে। ১১টার সময় জন্মেছিলেন তিনি। সেই সময়টা ট্যাটু করে রেখেছেন রাহুল। তিনি ছাড়াও ভারতীয় দলে খেলা বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্যের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মার কোনও ট্যাটু নেই। আইপিএলের মাঝে একটি বিজ্ঞাপনে সেই কথা বলেছিলেন তিনি।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:৪৮
ভুল থেকে শিক্ষা নিয়েই জয়, হায়দরাবাদকে হারিয়ে কেকেআর অধিনায়ক কৃতিত্ব দিলেন সতীর্থদের -
২২:৫৫
বেঙ্কটেশ, বরুণ, বৈভবে ইডেনে ঘুরে দাঁড়াল কলকাতা, নাইটদের সামনে আবার অস্ত গেল সানরাইজার্সের সূর্য -
২২:০৪
২৯ বলে ৬০! রান পেয়ে বেঙ্কটেশের মুখেও ইডেনের পিচ, প্রশংসা করলেন না নিন্দা? -
২০:০৯
ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করলেন রিঙ্কু, বিশেষ জার্সি দিল কেকেআর, কেন? -
১৯:১২
কলকাতার প্রথম একাদশে একটি বদল, ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে কে এলেন দলে, বাদ কে?