ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলেন খলিল আহমেদ। কিন্তু তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। প্রতীকী চিত্র
হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটার খলিল আহমেদ। চোটের কারণে বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে ছিলেন খলিল। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে। তাই এ বারের রঞ্জি ট্রফিতে তিনি কতটা খেলতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
হাসপাতাল থেকে নিজের একটি ছবি টুইট করেছেন খলিল। হাসপাতালের বিছানায় শুয়ে ভারতের বাঁ হাতি পেসার লিখেছেন, ‘‘ক্রিকেট থেকে দূরে থাকা খুব কষ্টের। কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কারণে রঞ্জি ট্রফির বেশির ভাগটাই হয়তো খেলতে পারব না। সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। সুস্থ হলেই আমাকে আবার মাঠে দেখতে পাবেন। সবার প্রার্থনার জন্য ধন্যবাদ।’’
Dear all, it’s very hard to stay away from cricket, It's unfortunate, but due to my medical condition, I would be missing most of the matches of the upcoming Ranji season. I am on the road to recovery and will be back in the side once deemed fit.
— Khaleel Ahmed (@imK_Ahmed13) December 12, 2022
I am grateful for all the wishes pic.twitter.com/TA68ARmoPx
ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলেন খলিল। শেষ তিনি খেলেছিলেন সৈযদ মুস্তাক আলি ট্রফিতে। সেখানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। চলতি বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন খলিল। নিয়েছেন ১৬টি উইকেট।
ভারতের হয়ে ১১টি এক দিনের ম্যাচ ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন খলিল। এক দিনের ক্রিকেটে দেশের জার্সিতে ১৫টি উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার। টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৩টি উইকেট। শেষ বার ২০১৯ সাল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন খলিল। তার পর থেকে আর দেশের জার্সিতে তাঁকে খেলতে দেখা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy