এক সময় তিনি খেলতেন বিদর্ভের হয়ে। সেই আদিত্য সারওয়াতে এখন কেরলের ক্রিকেটার। রঞ্জি ট্রফির ফাইনালে তাঁর ব্যাটেই আশা দেখছে কেরল। দ্বিতীয় দিনের শেষে ৬৬ রানে অপরাজিত আদিত্য। বিদর্ভের ৩৭৯ রানের জবাবে কেরল ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে। পিছিয়ে রয়েছে ২৪৮ রানে।
রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনই শতরান করেছিলেন দানিশ মালেওয়ার। রান পেয়েছিলেন করুণ নায়ারও। কেরলের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বিদর্ভ ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২৫৪ রান। দ্বিতীয় দিনে তাদের ইনিংস থামল ৩৭৯ রানে। কেরলের বোলারদের বিরুদ্ধে বিদর্ভের লোয়ার অর্ডার রান পেয়ে যায়। নচিকেত ভুটে এগারো নম্বরে ব্যাট করতে নেমে ৩২ রান করেন। তাতেই বড় রান তুলে ফেলে বিদর্ভ। বল হাতে এমডি নিধেস এবং ইডেন অ্যাপলটন তিনটি করে উইকেট নেন। দু’টি উইকেট নেন নেদুমনকুজি বাসিল। জলজ সাক্সেনা নেন একটি উইকেট।
আরও পড়ুন:
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহণ কুন্নুমলের উইকেট হারায় কেরল। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। ১৪ রান করে আউট হয়ে যান অন্য ওপেনার অক্ষয় চন্দ্রনও। আদিত্যের সঙ্গে ইনিংস গড়ার কাজটি করেন আহাম্মেদ ইমরান (৩৭)। দিনের শেষে আদিত্য ৬৬ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজ়ে রয়েছেন অধিনায়ক সচিন বেবি (৭ রানে অপরাজিত)।