ধোনির মতোই মাথা ঠান্ডা রাখতে পারেন বাবর। ফাইল ছবি।
নাম না করে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বাবর আজমের তুলনা করলেন জাভেদ মিয়াঁদাদ। গল টেস্টে ব্যাটার এবং অধিনায়ক বাবরের পারফরম্যান্স দেখে তাঁকে পাকিস্তানের ‘ক্যাপ্টেন কুল’ বলেছেন মিয়াঁদাদ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে চাপের মুখে টেলএন্ডারদের নিয়ে দুরন্ত শতরান করে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন বাবর। দ্বিতীয় ইনিংসেও খেলেন অর্ধশতরানের ইনিংস। গলে বাবরের পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের দলের সকলে এক হয়ে লড়াই করেছে। এই জয়ের কৃতিত্ব অবশ্যই ক্রিকেটারদের। আমাদের এক নম্বর অধিনায়ক বাবরের কৃতিত্বও কম নয়। ও আমাদের ক্যাপ্টেন কুল। কখনও মেজাজ হারায় না। দলকে নেতৃত্বও দিচ্ছে দুর্দান্ত ভাবে। সব থেকে গুরুত্বপূর্ণ হল, নিজেও দারুণ খেলছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।’’
মিয়াঁদাদ চান, বাবর যত দিন খেলবেন তত দিন তিনিই পাকিস্তানকে নেতৃত্ব দিন। মিয়াঁদাদ বলেছেন, ‘‘বাবর এখন অনেক পরিণত। অবসর নেওয়ার আগে পর্যন্ত বাবরকেই অধিনায়ক রাখা উচিত।’’ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন, অধিনায়ক খারাপ খেললে প্রভাব পড়ে দলের উপর। বলেছেন, ‘‘কোনও অধিনায়ক নিজে ভাল খেলতে না পারলে দলের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাতেই দলের খেলার অবনতি হওয়া শুরু হয়।’’
মাঠে প্রবল চাপের মুখেও বাবরকে মেজাজ হারাতে দেখা যায় না। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার এর আগে তাঁর এই গুণের প্রশংসা করেছেন। এ বার মিয়াঁদাদও নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে ‘ক্যাপ্টেন কুল’ বললেন।
এখনও পর্যন্ত ২৭ বছরের বাবর ১২টি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। আটটি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। দু’টি ম্যাচ হেরেছে। দু’টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy