চেন্নাই সুপার কিংস পেয়েছে: মোটামুটি আগের দলটিই ধরে রাখতে পেরেছে। দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পাকে নিয়েছে। রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনি, মইন আলি এবং রবীন্দ্র জাডেজাকে রেখে দিয়েছে। ফ্যাফ ডুপ্লেসির বদলি হিসেবে ডেভন কনওয়েকে নিয়েছে। শার্দূল ঠাকুরের জায়গায় শিবম দুবে এবং জস হ্যা়জেলউডের জায়গায় অ্যাডাম মিলনে কাজ চালিয়ে দিতে পারবেন। পায়নি: ভাল বিদেশি ওপেনার। সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মইন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, অ্যাডাম মিলনে, তুষার দেশপাণ্ডে
মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছে: প্রথম দিন ঈশান কিশনকে ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তুলে নিয়েও নিলামের দ্বিতীয় দিন মুম্বই পকেটে সব থেকে বেশি টাকা নিয়ে নেমেছে। ফলে জোফ্রা আর্চার, টিম ডেভিড, ড্যানিয়েল সামস, টাইমাল মিলসকে তুলে নিতে অসুবিধে হয়নি। পায়নি: টিম ডেভিড, ফ্যাবিয়ান অ্যালেন আছেন ঠিকই, কিন্তু কুইন্টন ডি’কক, হার্দিক, ক্রুণাল পাণ্ড্যর অভাব বোধ হবে। এই তিন জন গত চার বছরে মুম্বইকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। ভাল দেশি স্পিনারও নেই দলে। সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, কায়রন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, টাইমাল মিলস, ময়ঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা
পঞ্জাব কিংস পেয়েছে: দুর্দান্ত ব্যাটিং গভীরতা। লোকেশ রাহুল না থাকলেও পেয়েছে শিখর ধবন, ময়ঙ্ক অগ্রবাল, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোনকে। এর পর রয়েছেন শাহরুখ খান, ওডিন স্মিথ, হরপ্রীত ব্রার। দলে দারুণ ভারসাম্য। পায়নি: মিডল অর্ডারে এক জন ভারতীয় ব্যাটার। সম্ভাব্য একাদশ: শিখর ধবন, জনি বেয়ারস্টো, ময়ঙ্ক অগ্রবাল, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, ঋষি ধবন, হরপ্রীত ব্রার, ওডিন স্মিথ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিংহ, রাহুল চাহার
রাজস্থান রয়্যালস পেয়েছে: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জায়সবালকে রেখে দিতে পেরেছে। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে দুর্দান্ত বোলিং আক্রমণ। পায়নি: দেবদত্ত পাড়িক্কল এবং যশস্বী জায়সবালের ওপেনিং জুটি অনভিজ্ঞ। দু’জনেই বাঁহাতি। বাটলার ওপেন করলে এক জনকে পরে নামানো হতে পারে। দলের ভারসাম্য নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। নাথান কুল্টার-নাইলকে খেলালে এক জন ব্যাটার কম পড়বে। জিমি নিশামকে খেলালে বোলিংয়ে শেষের ওভারে সমস্যা হবে। সম্ভাব্য একাদশ: যশস্বী জায়সবাল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, জিমি নিশাম, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
দিল্লি ক্যাপিটালস পেয়েছে: ডেভিড ওয়ার্নারকে পেয়েছে। ব্যাটিং অর্ডারে প্রথম চার জন আইপিএল-এ অন্যতম সেরা। বোলিংয়ে বৈচিত্র আছে। পায়নি: শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডার জন্য দর হেঁকেও পায়নি। ফলে আগের দল ধরে রাখতে পারেনি। আর এক জন বিদেশি ফাস্ট বোলার দরকার ছিল। আনরিয়াহ নোকিয়া এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলেননি। সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পন্থ, মনদীপ সিংহ, রোভমান পাওয়েল, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিয়াহ নোকিয়া, চেতন সাকারিয়া
কলকাতা নাইট রাইডার্স পেয়েছে: প্রথম দিন নীতিশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভিকে তুলে নিয়ে গত বারের মূল দল ধরে রেখেছে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ারকে পেয়েছে। দ্বিতীয় দিন শেষ বেলায় তুলে নিয়েছে অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, টিম সাউদি, উমেশ যাদবকে। পায়নি: হেলসকে সব ম্যাচে খেলানো সম্ভব না হলে ওপেন কে করবেন, ঠিক নেই। অজিঙ্ক রহাণেকে ওপেন করতে পাঠালে পাওয়ার প্লে-র সুবিধে পাওয়া নিয়ে সন্দেহ থাকছে। সম্ভাব্য একাদশ: বেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক রহাণে, শ্রেয়স আয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
লখনউ সুপার জায়ান্টস পেয়েছে: নিলামে দেখে মনে হয়েছে, সব থেকে বেশি তৈরি হয়ে এসেছে। ছ’জন অলরাউন্ডার নিয়েছে তারা। প্রথম একাদশে যথেষ্ট ভারসাম্য। পায়নি: এক জন অভিজ্ঞ স্পিনার। সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, কুইন্টন ডি’কক, মনীশ পাণ্ডে, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ড্য, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, মার্ক উড, রবি বিষ্ণোই, আবেশ খান
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পেয়েছে: বোলিং শক্তিশালী করেছে। হর্ষল পটেল, জস হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসরঙ্গা প্রথম একাদশে থাকবেন। জেসন বেহেরেনডর্ফ এবং ডেভিড উইলিকে কিছু ম্যাচে খেলানো হতে পারে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে ফ্যাফ ডুপ্লেসিকে পেয়েছে। ব্যাটিংয়ে গভীরতা আছে কারণ বেশ কয়েক জন বোলার ব্যাট করতে পারেন। পায়নি: ভাল মিডল অর্ডার নেই। অনুজ রাওয়ত, মহিপাল লোমরোর, লবনিথ সিসোদিয়ারা অপরিণত। ফলে গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকের উপর বাড়তি দায়িত্ব থাকবে। সম্ভাব্য একাদশ: ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলী, অনুজ রাওয়ত, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, মহিপাল লোমরোর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরঙ্গা, হর্ষল পটেল, জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ
সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে: বোলিংয়ে আগের দলের সবাই মোটামুটি রয়েছেন। ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন এ বারও হায়দরাবাদে। এ ছাড়াও তারা দলে নিয়েছে শন অ্যাবট, কার্তিক ত্যাগীকে। অলরাউন্ডার হিসেবে পেয়েছে মার্কো জানসেন, রোমারিয়ো শেফার্ডকে। পায়নি: ব্যাটিংয়ে বড় নাম নেই। কেন উইলিয়ামসন কনুই নিয়ে এখনও ভুগছেন। একটি ম্যাচেও যদি খেলতে না পারেন, হায়দরাবাদকে বড় সমস্যায় পড়তে হবে। দেশি-বিদেশি ভাল স্পিনার নেই। সম্ভাব্য একাদশ: এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিয়ো শেফার্ড, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন
গুজরাত টাইটানস পেয়েছে: যদিও নিলামে নয়, তবু অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যকে পাওয়া গুজরাতের বড় প্রাপ্তি। জেসন রয়কে তাঁর ন্যূনতম দরে পেয়েছে। লকি ফার্গুসনের পিছনে অনেক টাকা গেলেও তিনি প্রমাণ করেছেন, শুরুতে বিপক্ষকে ঝটকা দিতে পারেন। পায়নি: অভিজ্ঞ ব্যাটার নেই। হার্দিক পাণ্ড্য বল করতে না পারলে পঞ্চম বোলার কে হবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্ভাব্য একাদশ: জেসন রয়, শুভমন গিল, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ম্যাথু ওয়েড, হার্দিক পাণ্ড্য, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন, মহম্মদ শামি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy