পাল্টে যেতে পারে আইপিএল-এর স্পনসর। —ফাইল চিত্র
আইপিএল-এর নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল। তিনি বলেন, ‘‘এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ।’’
ভারতে চিনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হতে ২০২০ সালে আইপিএল-এর স্পনসর থেকে সরে যায় ভিভো। যদিও পরের বছরই ফেরত আসে চিনের এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। তবে ২০২২ সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএল-এর স্পনসর হতে চলেছে বলে জানান ব্রিজেশ।
দুই বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএল-এর। তবে কত টাকার বিনিময় সেই চুক্তি হবে তা এখনও জানা যায়নি। ২০২৩ সালের পর ফের আইপিএল-এর স্পনসর পাল্টে যেতে পারে।
Tata Group to replace Chinese mobile manufacturer Vivo as IPL title sponsor this year: IPL Chairman Brijesh Patel to PTI
— Press Trust of India (@PTI_News) January 11, 2022
এ বারের আইপিএল দশ দলের। আমদাবাদ এবং লখনউ-এর দু’টি নতুন দল যোগ দিয়েছে এ বারে। ১১ এবং ১২ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম হওয়ার কথা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় যদিও সেই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন আয়োজকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy