রাসেল এবং নারাইনকে দলে রেখেছে কলকাতা। —ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্স দলে এই বছর অধিনায়ক বদল হওয়ার সম্ভাবনা প্রবল। গত বারের অধিনায়ক অইন মর্গ্যানকে ছেড়ে দিয়েছে তারা। নিলামে তাঁকে ফের কিনে অধিনায়ক না করলে এ বছর কলকাতাকে নেতৃত্ব দেবেন অন্য কেউ। আলোচনায় উঠে আসছে শ্রেয়স আয়ারের নাম।
গত বছর দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন শ্রেয়স। অধিনায়কও ছিলেন সেই দলের। কিন্তু চোট পেয়ে আইপিএল-এর প্রথম পর্বে খেলতে পারেননি শ্রেয়স। সেই সময় দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। দ্বিতীয় ভাগে শ্রেয়স ফিরলেও নেতৃত্বের দায়িত্ব ছিল পন্থের কাঁধেই। এই বছর শ্রেয়সকে ছেড়ে দিয়েছে দিল্লি। অর্থাৎ যে কোনও দলই তাঁকে নিতে পারে।
নেতৃত্ব দেওয়ার লোক প্রয়োজন কলকাতার। শ্রেয়সের সেই অভিজ্ঞতা রয়েছে। বাকি দল মোটামুটি ঠিক করে নিয়েছে কাকে অধিনায়ক করবে। এখন দেখার নিলামে শ্রেয়সকে কেনে কি না কলকাতা।
ভারতের এই ব্যাটার রানের মধ্যে রয়েছেন। টেস্ট অভিষেকও হয়েছে তাঁর।
১১ এবং ১২ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম হওয়ার কথা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় যদিও সেই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন আয়োজকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy