রোদ ঝলমলে আবহাওয়া কি দেখা যাবে ছবি: টুইটার
সিরিজের শেষ টেস্টেও কি ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? কেমন থাকবে কেপটাউনের আবহাওয়া। প্রথম দু’টেস্টে বৃষ্টি হওয়ায় তৃতীয় টেস্টের আগে এই প্রশ্ন আরও বেশি করে উঠছে। ফের বৃষ্টির প্রভাব কি পড়তে পারে খেলার উপর। কী বলছে দক্ষিণ আফ্রিকার হাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, টেস্টের বেশির ভাগ সময়ই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। প্রথম দিনের প্রথম সেশনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ শুরুতেই বৃষ্টির জেরে খেলা শুরু হতে দেরি হতে পারে। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত বৃষ্টির দাপট থাকলেও তার পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। তবে প্রথম দিন আকাশে মেঘের আধিক্য বেশি থাকবে।
প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল খেলা। দ্বিতীয় টেস্টেও চতুর্থ দিন বৃষ্টির জেরে বেশ কিছুটা সময় নষ্ট হয়েছিল। শেষ টেস্টেও একই ঘটনা হবে কি না তা অবশ্য সময়েই বোঝা যাবে।
কেপটাউনে ভারতের রেকর্ড বিশেষ ভাল নয়। এর আগে পাঁচ টেস্ট খেলে তার মধ্যে তিনটি হেরেছে ভারত। দু’টি টেস্ট ড্র হয়েছে। এখন দেখার সেই পরিসংখ্যান বদলে বিরাট কোহলীরা সিরিজ নিজেদের পকেটে পুরতে পারে কি না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy