প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় পার্থে প্রথম টেস্টে খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমন গিলের। বিকল্প হিসাবে দেবদত্ত পাড়িক্কলকে ভেবে রাখা হয়েছে। তবে ম্যাচের দু’দিন আগে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল দাবি করলেন, শুভমন পুরোপুরি ছিটকে যাননি। তাঁকে নিয়ে টেস্টের সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি কথা বলেছেন মহম্মদ শামির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও।
বুধবার মর্কেল বলেছেন, “শুভমন প্রতিদিন উন্নতি করছে। ওকে নিয়ে টেস্টের সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তুতি ম্যাচ এবং তার আগে ও বেশ ভাল খেলেছে। আশা করি ও প্রথম টেস্টে খেলতে পারবে।” গত শনিবার প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শুভমন। তার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছে। তাঁর চোট খুব ভাল নয় বলেই জানা গিয়েছে। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৮ রান করেছিলেন শুভমন।
এ দিকে, বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেই সাত উইকেট নিয়েছেন শামি। তাঁকে অস্ট্রেলিয়ার সিরিজ়ের পরের দিকের ম্যাচে খেলানো হতে পারে বলে চর্চা শুরু হয়েছে। যদিও মর্কেল বলেছেন, “আমরা শামির দিকে নজর রাখছি। এক বছর ও ক্রিকেটের বাইরে ছিল। ক্রিকেট মাঠে ওর ফেরা আমাদের কাছে দারুণ খবর। ওকে কী ভাবে দলে ফেরানো যায় সেটা আমাদেরই ভাবতে হবে। যারা দেশে রয়েছে তাদের সঙ্গে কথা বলছি। শামি যে বিশ্বমানের বোলার তাতে সন্দেহ নেই।”
আরও পড়ুন:
অতিরিক্ত বোলারের জন্য অলরাউন্ডার নীতীশ রেড্ডিকে প্রথম টেস্টে খেলানো হবে বলে শোনা যাচ্ছে। মর্কেল বলেছেন, “ও তরুণ ক্রিকেটার। এমন একজন বোলার যে একপ্রান্ত থেকে একটানা বল করতে পারে। বিশেষত প্রথম দুটো দিনে ওকে দরকার। বিশ্বের সব দলই এমন একজন অলরাউন্ডার চায় যে পেসারদের সাহায্য করতে পারে। যশপ্রীতই ঠিক করবে নীতীশকে কেমন ভাবে ব্যবহার করা হবে।”