পিচ দেখছেন রোহিত শর্মা (বাঁ দিকে) এবং গৌতম গম্ভীর। বুধবার ওয়াংখেড়েতে। ছবি: পিটিআই।
বেঙ্গালুরুতে পেস-সহায়ক উইকেট বানানো হয়েছিল। পুণেতে ঘূর্ণি উইকেট। মুম্বইয়েও ঘূর্ণি উইকেট বানানোর পরিকল্পনা চলছে। ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার দাবি করলেন, ভারতীয় দল কখনওই পছন্দমতো পিচ বানানোর চেষ্টা করে না। তিনি পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও।
১২ বছর পর দেশের মাটিতে সিরিজ় হারার পর সমালোচিত হয়েছে ভারত। আরও বেশি করে প্রকাশ্যে এসেছে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা। প্রশ্ন উঠেছে, নিজের দেশেই এ ভাবে পর্যুদস্ত হলে বিদেশে গিয়ে রোহিতেরা কী করবেন? বিশেষ করে যেখানে সামনেই অস্ট্রেলিয়া সফর, সেখানে ভারতের ব্যাটিংয়ের আরও খারাপ দশা বেরিয়ে পড়বে না তো?
যদিও সে দাবি মানতে চাননি নায়ার। বলেছেন, “পছন্দের পিচ বানাতে পারলে তো ভালই হত। আমরা সেটা করি না। কিউরেটরেরা করে। আমাদের সামনে যা হাজির করা হয় সেখানেই খেলি। সেটা পেস বোলিং সহায়ক উইকেট হতে পারে, বা স্পিন বোলিং সহায়ক। আমরা নিজেদের চাহিদা মতো কখনওই পিচ বানাই না।”
নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ব্যাট হাতে রোহিত এবং কোহলির দুর্দশা প্রকট হয়েছে। তবে নায়ার আত্মসমালোচনা করার বদলে পাশে দাঁড়িয়ে বলেছেন, দুই ক্রিকেটারের রানে ফেরা সময়ের অপেক্ষা। নায়ারের কথায়, “ভালবাসা ছাড়া ওদের প্রতি কিছুই বলার নেই। দু’জনেই দুর্দান্ত ক্রিকেটার। এত দিন খেলার পর কোনও ক্রিকেটারের খারাপ সময় গেলে ওদের নিজস্ব সময় দেওয়া প্রয়োজন। বিশ্বাস রাখতে হবে যে ওরা ফিরে আসতে পারে। সেই পরিশ্রম ওরা করছে।”
নায়ারের সংযোজন, “প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে। প্রত্যেকে ভাল খেলতে চায়। সে আপনি বিরাট কোহলি বা রোহিত শর্মা বা শুভমন গিলের মতো তরুণ ক্রিকেটার হন। চেষ্টায় কারও কোনও খামতি নেই। কিছু সময় ধৈর্য ধরা দরকার। সেরা খেলোয়াড়দেরও খারাপ সময় যেতে পারে। আমি নিশ্চিত কোহলি বা রোহিতের প্রশংসা করার সময় খুব তাড়াতাড়ি আসবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy