Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
IPL 2025 Auction

শুধু ২৭ কোটি পাওয়া পন্থই নন, আইপিএলে রেকর্ড ১ কোটি টাকার ভারতীয় পেসার উনাদকটেরও

নিলামে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। তবে শুধু পন্থ নন, রেকর্ড গড়েছেন জয়দেব উনাদকটও।

Jaydev Unadkat

জয়দেব উনাদকট। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১১:৪১
Share: Save:

আইপিএলের নিলামে এ বারে ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে ১০ দল মিলে। মোট ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা খরচ করেছে সব দল মিলে। সেই তালিকায় সবচেয়ে বেশি টাকা পেয়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। তবে শুধু পন্থ নন, রেকর্ড গড়েছেন জয়দেব উনাদকটও।

রবি এবং সোমবার ছিল আইপিএলের নিলাম। সেখানে সানরাইজার্স হায়দরাবাদ ১ কোটি টাকা দিয়ে কিনেছে উনাদকটকে। এই নিয়ে আইপিএলের নিলামে মোট ১৩ বার কেনা হল তাঁকে। কোনও ক্রিকেটারকে এত বার নিলামে কেনা হয়নি। হায়দরাবাদ ছাড়া অন্য কোনও দল উনাদকটকে কেনার আগ্রহ দেখায়নি। যে কারণে তাঁকে ন্যূনতম দামেই পেয়ে গিয়েছে হায়দরাবাদ। গত বার নিলামে ১ কোটি ৬০ লক্ষ দাম ছিল তাঁর। শেষ আইপিএলে হায়দরাবাদের হয়েই খেলেছিলেন তিনি। ১১ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট।

২০১১ সাল থেকে আইপিএলের নিলামে উঠছেন উনাদকট। ২০১২ এবং ২০২১ সাল বাদ দিয়ে সব নিলামেই উঠেছিলেন তিনি। কখনও অবিক্রিত থাকেননি উনাদকট। ২০১৮ সালের নিলামে ১১ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন বাঁহাতি পেসার। আইপিএলে মোট আটটি দলের জার্সি পরেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কেউ এতগুলি দলে খেলেননি।

অন্য বিষয়গুলি:

IPL 2025 Auction Jaydev Unadkat Sunrisers Hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy