রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামবে ভারত। তার আগে শনিবার চোট-আতঙ্ক ভারতীয় শিবিরে। অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন বিরাট কোহলি। একটি বল তাঁর হাঁটুতে গিয়ে লাগে। আর অনুশীলন করেননি কোহলি। মাঠ ছাড়েন তিনি।
শনিবার দুবাইয়ের মাঠে অনুশীলন করছিল ভারতীয় শিবির। নেটে ব্যাট করার সময় এক পেসারের বল কোহলির হাঁটুতে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করে ওঠেন তিনি। মাটিতে শুয়ে পড়েন। ছুটে আসেন ফিজ়িয়ো। তিনি কোহলির হাঁটুতে স্প্রে করেন। তার পর হাঁটুতে আইসপ্যাক লাগানো হয়। কোহলি আর অনুশীলন করেননি। তিমি মাঠ ছাড়েন।
কোহলির চোট কি গুরুতর? আশার কথা শুনিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। জানানো হয়েছে, কোহলির চোট গুরুতর নয়। তিনি ফাইনালে খেলতে পারবেন। কোহলিকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। সেই কারণে আর অনুশীলন করেননি তিনি।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি ম্যাচের সব ক’টিই জিতেছে ভারত। সহজেই ম্যাচ জিতেছে তারা। ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতরান করতে পারতেন। কিন্তু ৮৪ রান করে আউট হয়েছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান কোহলির। ফাইনালেও তাঁর কাছে রান চাইছে দল। দলকে আরও একটি আইসিসি ট্রফি জেতাতে মুখিয়ে রয়েছেন কোহলি।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান