তিনি অধিনায়ক হলেও ভুল করেন। রোহিত শর্মা যেমন অন্য ক্রিকেটার ভুল করলে মাঠের মধ্যেই তাঁকে তিরস্কার করেন, তেমন নিজে ভুল করলে ক্ষমাও চাইতে পারেন। ভারত অধিনায়কের এমন গুণ দেখা গেল দুবাইয়ের মাঠে।
অক্ষর পটেলের বলে স্লিপে ক্যাচ ফস্কেছিলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নবম ওভারে বল করতে এসেছিলেন অক্ষর। সেই ওভারেই দ্বিতীয় এবং তৃতীয় বলে তিনি তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন। দু’টি ক্ষেত্রেই ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে। হ্যাটট্রিকের সুযোগ ছিল অক্ষরের কাছে। কিন্তু চতুর্থ বলে ব্যাটার জাকের আলির ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। সহজতম সুযোগ ছিল সেটি। কিন্তু রোহিত ক্যাচ ধরতে পারেননি। তাঁর হাত থেকে পড়ে যায় বল। রোহিত সঙ্গে সঙ্গে বুঝতে পারেন, কত বড় ভুল করে ফেলেছেন। মাটিতে চাপড় মারতে থাকেন তিনি হতাশায়। পরে উঠে দাঁড়িয়ে অক্ষরের কাছে হাতজোড় করে ক্ষমা চান।
আরও পড়ুন:
এর আগে বিভিন্ন সময় ফিল্ডারেরা ভুল করলে রোহিত তাঁদের তিরস্কার করেছেন। ম্যাচের সময় কেউ মনোযোগ হারালেও রেগে যান রোহিত। স্টাম্প মাইকে তাঁর সেই চিৎকার শোনা যায় মাঝেমাঝেই। কেউ সহজ ক্যাচ ফস্কালেও হতাশা গোপন করেন না রোহিত। কিন্তু বৃহস্পতিবার তিনি নিজেই বড় ভুল করে ফেলেন। ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ বেকায়দায় পড়ে গিয়েছিল। রোহিত ক্যাচটি নিতে পারলে আরও বিপাকে পড়ত বাংলাদেশ। কিন্তু সেটা সম্ভব হয়নি।
শুধু রোহিত নন, বৃহস্পতিবার দুবাইয়ে ক্যাচ ফেলেন হার্দিক পাণ্ড্যও। নিজের ভুলের কথা মাথায় রেখে হার্দিক ক্যাচ ফেলায় খুব বেশি হতাশা দেখাননি অধিনায়ক। উইকেটরক্ষক রাহুল স্টাম্প করার সুযোগ নষ্ট করেন। দুবাইয়ে ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর সেই সব ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশ জুটি গড়তে শুরু করে।