দরকার ছিল ১২ রান। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করতে বাংলাদেশের বিরুদ্ধে ১২ রান দরকার ছিল রোহিত শর্মার। সেই রান করতে ১৪ বল লাগল তাঁর। ভারতের ইনিংসের চতুর্থ ওভারেই নজির গড়লেন রোহিত। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।
চতুর্থ ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমানকে মিড অনের উপর দিয়ে চার মারেন রোহিত। এই বাউন্ডারির সঙ্গে ১১ হাজার রান পূর্ণ হয় তাঁর। ২৬১ ইনিংসে ১১ হাজার রান হল রোহিতের। সচিন তেন্ডুলকর ১১ হাজার রান করতে ২৭৬ ইনিংস নিয়েছিলেন। অর্থাৎ, সচিনের চেয়ে ১৫ ইনিংস কম লেগেছে রোহিতের।
আরও পড়ুন:
এই তালিকায় সকলের উপরে রয়েছেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে মাত্র ২২২ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন তিনি। সেই রেকর্ড রোহিত ভাঙতে পারলেন না। তালিকায় চার নম্বরে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ২৮৬ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন। পাঁচ নম্বরে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের লেগেছিল ২৮৮ ইনিংস।
শুধু ইনিংস নয়, বলের নিরিখেও দ্বিতীয় দ্রুততম ১১ হাজার রান করেছেন রোহিত। তিনি খেলেছেন ১১,৮৬৮ বল। কোহলি নিয়েছিলেন ১১,৮৩১ বল। অর্থাৎ, ১১ হাজার রান করতে কোহলির থেকে ৩৭ বল বেশি খেলেছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভাল খেলছিলেন ভারত অধিনায়ক। ৩৬ বলে ৪১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন তিনি।