Advertisement
০৫ নভেম্বর ২০২৪
india cricket

Jasprit Bumrah: তিন দিন দাপট দেখিয়েও কেন হার? ম্যাচ শেষে ব্যাখ্যা ভারত অধিনায়কের

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ভারত। তিন দিন ভাল খেলার পরেও কোথায় ম্যাচ তাঁদের হাত থেকে বেরিয়ে গেল, জানালেন যশপ্রীত বুমরা।

বেয়ারস্টোদের (ডান দিকে) দাপটে হার বুমরাদের (বাঁ দিকে)।

বেয়ারস্টোদের (ডান দিকে) দাপটে হার বুমরাদের (বাঁ দিকে)। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৭:৫৫
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরে দলের ব্যাটারদের দায়ী করলেন যশপ্রীত বুমরা। ভারত অধিনায়কের মতে, দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিং ব্যর্থতার জেরেই প্রথম তিন দিন দাপট দেখিয়েও পঞ্চম টেস্টে হারতে হল তাদের।

ম্যাচ শেষে বুমরা বলেন, ‘‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। তিন দিন আমরা এগিয়ে ছিলাম। চতুর্থ দিন আমাদের ব্যাটিং প্রতিপক্ষকে ম্যাচে ফেরাল। সেখান থেকে ম্যাচ হারলাম আমরা। বৃষ্টির কারণে প্রথম টেস্ট ভেস্তে না গেলে আমরা জিততাম। তা হলে সিরিজের ফল অন্য হত। কিন্তু সেটা ভেবে এখন লাভ নেই।’’

টেস্টে হারলেও প্রথম ইনিংসে যে ভাবে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা ব্যাট করেছেন তার প্রশংসা করেছেন বুমরা। তিনি বলেন, ‘‘পন্থ ওর স্বাভাবিক খেলা খেলেছে। পন্থ আর জাডেজা প্রথম ইনিংসে আমাদের খেলায় ফিরিয়েছিল। আমরা এগিয়ে ছিলাম। কিন্তু শেষ দু’দিন ইংল্যান্ড আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। যোগ্য দল হিসাবে ওরা জিতেছে।’’

অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে হারতে হয়েছে। এর পরে আবার কবে দায়িত্ব পাবেন জানেন না। কিন্তু দায়িত্ব নিতে তিনি ভালবাসেন বলে জানিয়েছেন বুমরা। তিনি বলেন, ‘‘নতুন পরীক্ষা ছিল। অনেক কিছু শিখেছি। দলকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE