রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টেই নতুন কীর্তি গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রথম বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে বাবা এবং ছেলেকে আউট করলেন অশ্বিন। বিশ্বে এই নজির রয়েছে আরও চার জনের।
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার শিবনারাইন চন্দ্রপলকে আউট করেছিলেন অশ্বিন। বুধবার আউট করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনার ত্যাগনারাইন চন্দ্রপলকে। এ দিন ১২ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়েছেন ত্যাগনারাইন। ত্যাগনারাইনকে আউট করার সঙ্গে সঙ্গে অশ্বিন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে শিবনারাইনকে চার বার আউট করেছেন অশ্বিন।
ইংল্যান্ডের ইয়ান বথাম, পাকিস্তানের ওয়াসিম আক্রম, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার সিমন হার্মারের এই কৃতিত্ব রয়েছে। স্টার্ক এবং হার্মার আউট করেছেন অশ্বিনের মতোই শিবনারাইন এবং ত্যাগনারাইনকে। বথাম এবং আক্রম আউট করেছিলেন নিউ জ়িল্যান্ডের ল্যান্স কেয়ার্নস এবং তাঁর ছেলে ক্রিস কেয়ার্নসকে।
Bowlers to dismiss father-son duo in Tests
— CricTracker (@Cricketracker) July 12, 2023
🏴Ian Botham (L Cairns & C Carins)
Wasim Akram (L Cairns & C Carins)
Mitchell Starc (S Chanderpaul & T Chanderpaul)
Simon Harmer (S Chanderpaul & T Chanderpaul)
R Ashwin (S Chanderpaul & T Chanderpaul)
টেস্ট বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ না পাওয়া অভিজ্ঞ অফস্পিনার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ফিরেছেন। টেস্ট ক্রিকেটে ফিরেই প্রমাণ করেদিলেন, তাঁর দক্ষতায় মরচে ধরেনি। ত্যাগনারাইন এবং ওয়েস্ট ইন্ডিজ়ের আর এক ওপেনার ক্রেগ ব্রেথওয়েটকেও (২০) আউট করেছেন তিনি। প্রতিপক্ষ শিবিরে প্রথম দু’টি ধাক্কাই দিয়েছেন অশ্বিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy