শেষ ম্যাচে ফেরানো হল সূর্যকুমার যাদবকে। —ফাইল চিত্র
নিয়মরক্ষার ম্যাচে সুযোগ দেওয়া হল সূর্যকুমার যাদবকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। প্রথম একাদশে নেই হার্দিক পাণ্ড্য এবং উমরান মালিক। তাঁদের বদলে দলে সূর্যকুমার এবং ওয়াশিংটন সুন্দর। মাত্র দু’জন পেসার নিয়ে খেলছে ভারত।
গুয়াহাটি এবং ইডেনে জিতে ইতিমধ্যেই সিরিজ় ভারতের পকেটে। তিরুঅনন্তপুরমের ম্যাচ শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সকলেই রয়েছেন। ভারত এক দিনের বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে এই দ্বিপাক্ষিক সিরিজ়গুলোতেই। টস জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। খুব ভাল পিচ। সেটার সুবিধা নিতে হবে। অনেকগুলো জায়গায় উন্নতি প্রয়োজন। চেষ্টা করব সেরা ম্যাচ খেলতে। কোনও দিন সেটা সম্ভব নয়। খুঁত থাকবেই।”
০-২ ব্যবধানে সিরিজ়ে পিছিয়ে শেষ ম্যাচ খেলতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা বলেন, “এখানকার আবহাওয়া শ্রীলঙ্কার মতো। শুরুটা ভাল হচ্ছে আমাদের। কিন্তু সেটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারছি না। এটার উন্নতি প্রয়োজন।” ম্যাচের আগে শ্রেয়স আয়ার বলেন, “ব্যাট করতে নেমে আমি প্রতি বলেই রান করার চেষ্টা করি। এক দিনের ক্রিকেটে শুরুটা ভাল হলে সেটা শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়। আমি পুরনো ইনিংস নিয়ে ভাবি না। যে সুযোগ পাই, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি।”
ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে কোনও উইকেট হারায়নি ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল দ্রুত রান তোলার চেষ্টা করছেন। ১০ ওভারে ৭৫ রান তুলেছে ভারত। রোহিত ৩৬ রানে অপরাজিত এবং শুভমন অপরাজিত ৩৫ রানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy