তার পরের ঘটনা পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায় সতীর্থদের গার্ড অব অনারের মধ্যে দিয়ে দৌড়ে আসছেন বিরাট। বিসিসিআই টুইটে লেখে, ‘বিরাটের মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। মাইলফলকের টেস্টে বিরাটকে ‘গার্ড অব অনার’ দিল ভারতীয় দল।’
মাঠ থেকে বার করে দিচ্ছেন বিরাটকে। ছবি: টুইটার থেকে
বিরাট কোহলীকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রোহিত শর্মা! দ্বিতীয় দিন শ্রীলঙ্কা ব্যাট করতে নামার আগে এমন ঘটনাই ঘটল মোহালির মাঠে। কিন্তু কেন?
ভারতীয় দল ঠিক করেছিল শততম টেস্টে বিরাট ফিল্ডিং করতে নামার সময় তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। কিন্তু বিরাট আগেই ঢুকে গিয়েছিলেন মাঠে। তাই তাঁকে বার না করলে ‘গার্ড অব অনার’ দেওয়া সম্ভব হচ্ছিল না। বিরাটকে চমক দেওয়ার জন্যই তাঁকে মাঠ থেকে বার করে দেন রোহিত। সেই ভিডিয়ো দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের টুইটারে।
তার পরের ঘটনা পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায় সতীর্থদের গার্ড অব অনারের মধ্যে দিয়ে দৌড়ে আসছেন বিরাট। বিসিসিআই টুইটে লেখে, ‘বিরাটের মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। মাইলফলকের টেস্টে বিরাটকে ‘গার্ড অব অনার’ দিল ভারতীয় দল।’
The '𝗥𝗼𝗵𝗶𝗿𝗮𝘁' bond is always special! 💙#OneFamily #INDvSL @ImRo45 @imVkohli pic.twitter.com/tLhl5VvpRB
— Mumbai Indians (@mipaltan) March 5, 2022
শততম টেস্টে ৪৫ রান করেন বিরাট। রবীন্দ্র জাডেজার শতরানে ভর করে ৫৭৪ রান তোলে ভারত। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৭৪ রানে। ৪০০ রানে লিড নিয়ে শ্রীলঙ্কাকে ফলো অনে পাঠান রোহিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy