—ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। ৮ উইকেটে জিতলেন রোহিত শর্মারা।
ভারতের দুই ব্যাটার ফিরলেও দলকে ভরসা দিচ্ছেন ওপেনার লোকেশ রাহুল এবং চার নম্বরে নামা সূর্যকুমার যাদব। নেমেই পর পর দু’বলে ছক্কা হাঁকান সূর্য।
Hit it like SKY! 👌👌
— BCCI (@BCCI) September 28, 2022
Enjoy that cracking SIX 🎥 🔽
Follow the match ▶️ https://t.co/L93S9k4QqD
Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia pic.twitter.com/7RzdetvXVh
প্রথমে রোহিত, পরে বিরাট দুই উইকেট হারাল ভারত। রোহিত ফিরলেন শূন্য রানে। বিরাট করেন তিন রান।
ভারতীয় বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস। একের পর এক উইকেট হারালেন টেম্বা বাভুমারা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ১০৭ রানের। সবুজ পিচে ঝড় তুলতে পারেন রাবাডারাও।
Innings Break!#TeamIndia bowlers put on a show here in the 1st T20I as they restrict South Africa to a total of 106/8 on the board.
— BCCI (@BCCI) September 28, 2022
Scorecard - https://t.co/yQLIMooZxF #INDvSA @mastercardindia pic.twitter.com/v2K9K1iQ0C
শেষ ওভারে হর্ষলের বলে উইকেট দিলেন মহারাজ। স্টাম্প থেকে সরে খেলতে গিয়ে বোল্ড তিনি।
সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। অক্ষর পটেলের বলে ক্যাচ তুলে দিলেন ওয়েন পারনেল। সূর্যকুমার যাদব ক্যাচ নিলেন। ২৪ রান করে আউট পারনেল।
চার ওভার বল করে অশ্বিন দিলেন মাত্র আট রান। কোনও উইকেট পাননি তিনি। ওয়েন পারনেল এবং কেশব মহারাজ ক্রিজে রয়েছেন।
ফিরে গেলেন এডেন মার্করাম। হর্ষল পটেলের বলে এলবিডব্লিউ হলেন তিনি। মার্করাম ২৫ রান করলেন।
Harshal Patel picks up his first wicket as Aiden Markram is out LBW for 25 runs.
— BCCI (@BCCI) September 28, 2022
Live - https://t.co/L93S9jMHcv #INDvSA @mastercardindia pic.twitter.com/E7RgzNrvTA
প্রথম চার ওভারে ঝড় তুললেন ভারতের দুই পেসার আরশদীপ সিংহ এবং দীপক চাহার। তিরুঅনন্তপুরমের মাঠে সবুজ পিচ। সেই পিচে বল সুইং করছে। সেই সুইং সামলাতেই পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। একের পর এক উইকেট নিয়ে যাচ্ছেন। প্রথম চার ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাজঘরে ফিরে গিয়েছেন টেম্বা বাভুমা (১), কুইন্টন ডি’কক (০), রিলি রোসৌ (০), ডেভিড মিলার (০) এবং ট্রিস্টিয়ান স্টাবস (০)।
5 wickets summed up in 11 seconds. Watch it here 👇👇
— BCCI (@BCCI) September 28, 2022
Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia pic.twitter.com/jYeogZoqfD
দীপক চাহার ফেরালেন ট্রিস্টিয়ান স্টাবসকে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ক্যাচ দিলেন আরশদীপের হাতে।
পর পর দুই বলে দুই উইকেট নিলেন আরশদীপ। এক ওভারে তিন উইকেট নিলেন তিনি। ফিরিয়ে দিলেন ডেভিড মিলারকে।
আরও একটি উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নামা রিলি রোসৌ ক্যাচ দিলেন উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে। ফের উইকেট নিলেন আরশদীপ।
আরশদীপের বলে আউট কুইন্টন ডি’কক। তিনিও বোল্ড হলেন। দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
দীপক চাহারের বলে বোল্ড বাভুমা। প্রথম ওভারেই উইকেট পেল ভারত।
হার্দিক পাণ্ড্য এবং ভুবনেশ্বর কুমার না থাকায় দলে এলেন ঋষভ পন্থ এবং আরশদীপ সিংহ। দীপক চাহারকে দলে নেওয়া হল বুমরার জায়গায়। যুজবেন্দ্র চহালের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন।
🚨 Team News 🚨
— BCCI (@BCCI) September 28, 2022
A look at #TeamIndia's Playing XI for the first #INDvSA T20I 🔽
Follow the match ▶️ https://t.co/L93S9jMHcv pic.twitter.com/Uay6kuQJbE
বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত।
🚨 Toss Update🚨@ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against South Africa in the 1⃣st @mastercardindia #INDvSA T20I.
— BCCI (@BCCI) September 28, 2022
Follow the match ▶️ https://t.co/L93S9jMHcv pic.twitter.com/z67H1zqdMy
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy