বিরাট কোহলী। ফাইল ছবি
বছরের শেষ টেস্টে সেঞ্চুরিয়নের দুর্গ ভেঙে ম্যাচ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট ফাইনালে হারের দুঃখ থাকলেও বিরাট কোহলীরা ২০২১ শেষ করবেন অনেক প্রাপ্তি নিয়েই। কারণ, এই বছরেই টেস্টে অবিস্মরণীয় কিছু জয় এসেছে। দল যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং ভারসাম্য এসেছে, এটা স্পষ্ট কোহলীর কথায়।
শুক্রবার ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলী বলেছেন, “দক্ষিণ আফ্রিকার যে কোনও জায়গাতেই টেস্ট খেলা কঠিন। সেঞ্চুরিয়ন তো তার মধ্যে সব থেকে কঠিন জায়গা। সেখানে চার দিনে আমরা টেস্ট জিতেছি। এর থেকেই বোঝা যায় আমরা কতটা শক্তিশালী দল হয়ে উঠেছি। প্রতি মুহূর্তে ম্যাচটা জেতার একটা সুযোগ খুঁজছিলাম। এ ভাবেই এখন আমরা ক্রিকেট খেলি এবং যে মুহূর্তে সুযোগ পাই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি।”
Cannot ask for a better end to 2021! 👏 👏@28anand captures the essence and vibes in Centurion post #TeamIndia's historic Test win at SuperSport Park. 👌 👌 #SAvIND
— BCCI (@BCCI) December 31, 2021
Watch the full video 🎥 🔽https://t.co/49IFMY2Lxl pic.twitter.com/PnIaswqsH7
দক্ষিণ আফ্রিকায় এখনও সিরিজ জেতেনি ভারত। কোহলী মনে করেন, দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে আরও চাপে ফেলে সিরিজ জেতার ভাল সুযোগ পয়েছে তাঁদের সামনে। বলেছেন, “ভাল জায়গায় রয়েছি আমরা। বিদেশের মাটিতে ১-০ এগিয়ে রয়েছি। দ্বিতীয় টেস্টেও বিপক্ষকে চাপে ফেলার সুযোগ রয়েছে আমাদের সামনে। প্রত্যেকেই সে দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে পারব আমরা।”
কোহলীর সংযোজন, “আমরা গত ২-৩ বছরে কতটা ভাল ক্রিকেট খেলেছি, বিশেষত বিদেশের মাটিতে, সেটা পর্যালোচনা করার সুযোগ রয়েছে আমাদের সামনে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy