দ্রাবিড়ের সামনে ব্যাটিং কোহলীর। ছবি টুইটার
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টানা তৃতীয় দিন কড়া অনুশীলনে মগ্ন থাকল ভারত। তার মাঝেই দেখা গেল, একমনে ব্যাটিং অনুশীলন করছিলেন বিরাট কোহলী। তাঁর সামনে দাঁড়িয়ে তাঁকে পরামর্শ দিলেন কোচ রাহুল দ্রাবিড়। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথনও হয়। কোহলীর স্টান্স ঠিক করে দেন দ্রাবিড়।
অতীতে রবি শাস্ত্রীকেও এ ভাবে কোহলীর সঙ্গে তাঁর ব্যাটিং নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই কোহলী। খারাপ ছন্দ কাটাতে তিনি মরিয়া। এই অবস্থায় দ্রাবিড়ের পরামর্শে তিনি উপকৃত হবেন, এমনটাই আশা করছেন সমর্থকরা।
📸📸 from our training here today at SuperSport Park 🏟️#TeamIndia | #SAvIND pic.twitter.com/r5a890urkt
— BCCI (@BCCI) December 20, 2021
— BCCI (@BCCI) December 20, 2021
বোর্ডের পোস্ট করা ছবিতে ভারতীয় পেসারদের দুরন্ত ছন্দে দেখা গিয়েছে। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং ইশান্ত শর্মা দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝরান। দক্ষিণ আফ্রিকায় ভারতের পেস ব্যাটারি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শুধু পেসাররাই নন, দুই উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থকেও কিপিং অনুশীলনের পাশাপাশি ব্যাট হাতে দেখা গিয়েছে।
— BCCI (@BCCI) December 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy