রেখে দেওয়া হল জয়ন্তকে। —ফাইল চিত্র
ওয়াশিংটন সুন্দরকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হচ্ছে না। বুধবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল তাঁর বদলে জয়ন্ত যাদবকে এক দিনের সিরিজের দলে যোগ করা হচ্ছে। টেস্ট দলে রয়েছেন জয়ন্ত। এক দিনের সিরিজের জন্যও রেখে দেওয়া হল তাঁকে। সেই সঙ্গে এক দিনের সিরিজের দলে নেওয়া হল নবদীপ সাইনিকে।
ভারতের হয়ে এখনও অবধি পাঁচটি টেস্ট এবং একটি এক দিনের ম্যাচ খেলেছেন জয়ন্ত। বেশ কিছু বছর ভারতীয় দলের বাইরে থাকার পর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান তিনি। বোর্ডের তরফে জয় শাহ বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে বাদ করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি। বুধবার কেপ টাউন উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজে ওয়াশিংটনের বদলে দলে নেওয়া হল জয়ন্ত যাদবকে।’’
দ্বিতীয় টেস্টে চোট পান মহম্মদ সিরাজ। তৃতীয় টেস্ট খেলতে পারছেন না তিনি। সিরাজের চোট নিয়ে চিন্তায় রয়েছে দল। সেই জন্য এক দিনের দলে সিরাজকে রাখলেও যোগ করা হল সাইনিকে। জয় বলেন, ‘‘সিরাজের চোট থাকায় সাইনিকে দলে রাখা হয়েছে।’’
NEWS - Jayant Yadav & Navdeep Saini added to ODI squad for series against South Africa.
— BCCI (@BCCI) January 12, 2022
More details here - https://t.co/NerGGcODWQ #SAvIND pic.twitter.com/d14T9j3PgJ
বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও করতে পারেন জয়ন্ত। টেস্টে একটি শতরানও রয়েছে তাঁর। ভারতের হয়ে ২০১৬ সালে অভিষেক ঘটে জয়ন্তের। সেই বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এক দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। সেই একটি উইকেট নেন আর ১০ দিন পর ৩২ বছর ছুঁতে চলা জয়ন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy