Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৬:০৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৬:০৭

ম্যাচ পরিত্যক্ত

৯ ওভারে ৭৫ রান তোলে ভারত। সেখানেই বৃষ্টিতে শেষ হয় খেলা। ম্যাচ টাই হয়ে যায়। 

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৫:১২ key status

আউট সূর্যকুমার

মাত্র ১৩ রান করে আউট সূর্যকুমার। ইশ সোধির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ভারতীয় ব্যাটার। 

Advertisement
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৫:০০

৪ ওভারে ৩৯ রান

৩ উইকেট হারালেও ৪ ওভারে ৩৯ রান তুলে নিল ভারত। ক্রিজে সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্য।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:৫৮ key status

সাজঘরে শ্রেয়স

প্রথম বলেই আউট শ্রেয়স। সাউদি পর পর দু'বলে উইকেট পেয়ে গেলেন। হ্যাটট্রিকের পথে কিউই অধিনায়ক।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:৫৭ key status

আউট পন্থ

সাউদির বলে ক্যাচ দিলেন পন্থ। ওভারে দু'টি চার মারার পরেও ঝুঁকি নিলেন ভারতীয় উইকেটরক্ষক। ৫ বলে ১১ রান করে সাজঘরে পন্থ।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:৫৬ key status

আউট কিশন

ব্যর্থ ঈশান কিশন। ১১ বলে ১০ করে সাজঘরে ফিরলেন তরুণ ওপেনার। অ্যাডাম মিলনের বলে ক্যাচ দিলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:৫৪ key status

ভারতের সামনে ১৬১ রানে লক্ষ্য

ডেথ ওভারে ভারতের দাপট। শেষ ১৩ রানে ৬ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:২৪ key status

উইকেট পেলেন হর্ষল

শেষ উইকেটটি নিলেন হর্ষল। ১৬০ রানে শেষ নিউ জ়িল্যান্ড। ১৪৭ রানে ৪ উইকেট থেকে ১৬০ রানে শেষ তারা। ১৩ রানে ৬ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:১৯ key status

রান আউট মিলনে

সিরাজের ছোড়া বলে রান আউট মিলনে।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:১৫ key status

সাজঘরে সোধি

আরশদীপের ইয়র্কারে ছিটকে গেল সোধির স্টাম্প। অষ্টম উইকেট হারাল কিউইরা।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:১৪ key status

আউট মিচেল

১৯তম ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন আরশদীপ। ১৪৯ রানে সপ্তম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:১১ key status

আউট স্যান্টনার

এ বার সাজঘরে স্যান্টনার। চতুর্থ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। এক রান পেলেন স্যান্টনার।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:১০ key status

আউট নিশাম

তৃতীয় উইকেট নিলেন সিরাজ। সাজঘরে ফিরলেন নিশাম। কোনও রান পাননি তিনি।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:০৪ key status

আউট কনওয়ে

ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কনওয়ে। দ্বিতীয় উইকেট নিলেন আরশদীপ সিংহ। ৫৯ রান করে আউট কনওয়ে। 

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:০০ key status

সিরাজের দ্বিতীয় উইকেট

অবশেষে উইকেট পেল ভারত। সিরাজের বল ক্যাচ দিলেন ফিলিপ্স। ৫৪ রানে করে আউট তিনি।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৩:৪৮

কনওয়ের অর্ধশতরান

হাত খুলতে শুরু করেছেন কনওয়ে। অর্ধশতরান করে ফেললেন তিনি। ফিলিপ্সও অর্ধশতরানের পথে। ১৪ ওভারে ১২০ রান নিউ জ়িল্যান্ডের।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৩:৪৬

১০ ওভারে ৭৪ রান

ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে শুরু করলেন কিউই ব্যাটাররা। ১০ ওভারে ৭৪ রান তুলে নিলেন তাঁরা।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৩:১৪

পাওয়ার প্লে শেষ

প্রথম ৬ ওভারে ৪৬ রান তুলল নিউ জ়িল্যান্ড। দু'টি উইকেট হারিয়েছে তারা। দু'টি উইকেটই নিয়েছেন আরশদীপ সিংহ। 

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৩:০২

আরশদীপের এক ওভারে ১৯ রান

চ্যাপম্যানের ব্যাটে স্বস্তি কিউইদের। প্রথম উইকেট নেওয়া আরশদীপের পরের ওভারেই ১৯ রান নিলেন বাঁহাতি কিউই ব্যাটার। ৪ ওভারে ৩০ রান তুলল নিউ জ়িল্যান্ড।

timer শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১২:৪৯ key status

আউট অ্যালেন

আরশদীপের বলে সাজঘরে ফিন অ্যালেন। শুরুতেই উইকেট পেল ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy