রহাণেদের নিয়ে মজা কিউয়ি ক্রিকেটারের ফাইল চিত্র।
কানপুরে প্রথম টেস্টে শতরান থেকে মাত্র ৫ রান দূরে আউট হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম। কিন্তু তার মধ্যেই তিন বার আউট হয়েও বেঁচেছেন তিনি। মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্ত খারিজ করেছে ডিআরএস। তাই এ বার ডিআরএস নিয়ে অজিঙ্ক রহাণেদের খোঁচা দিলেন কিউয়ি অলরাউন্ডার জিমি নিশাম।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে নিশাম টুইট করে বলেন, ‘যদি টম লাথাম শতরান করে, তা হলে ভারত হয়তো ঘরের মাঠে ডিআরএস-এর বিরোধিতা করবে।’
If Tommy Latham gets a ton here India might go back to refusing to use DRS at home
— Jimmy Neesham (@JimmyNeesh) November 26, 2021
ক্রিকেটে যখন ডিআরএস চালু হয়েছিল, তখন ভারত তার বিরোধিতা করেছিল। ফলে দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস নেওয়া হত না। বেশ কয়েক বছর পরে ডিআরএস-এ সম্মতি জানায় বিসিসিআই।
প্রথমে ৫ রানের মাথায় ইশান্ত শর্মার বলে আউট হন লাথাম। কিন্তু রিভিউতে দেখা যায় বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে লেগেছিল। ১০ রানের মাথায় জাডেজার বলেও একই ঘটনা দেখা যায়। তার পরে আবার ৫০ রানের মাথায় অশ্বিনের বলে রিভিউ নিয়ে আউট হওয়ার হাত থেকে বাঁচেন বাঁ হাতি কিউয়ি ব্যাটার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy