অনুশীলনে নামলেন কেনরা। ফাইল ছবি
রবিবার সন্ধেয় কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। কিন্তু কিউয়ি ব্রিগেডের পাখির চোখ যে টেস্ট সিরিজ, সেটা ইতিমধ্যেই বোঝা গিয়েছে। রাঁচীর পর এ বার কলকাতাতেও তাদের টেস্ট দল অনুশীলন শুরু করে দিয়েছে।
ইডেনে টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কারণে সেখানে অনুশীলনের সুযোগ নেই। ফলে নিউজিল্যান্ড দল বেছে নিয়েছে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠ। অধিনায়ক কেন উইলিয়ামসন-সহ টি-টোয়েন্টি দলে যাঁরা নেই, সেই রস টেলর, নিল ওয়াগনার, টম লাথাম, কাইল জেমিসনরা পুরোদমে অনুশীলন করলেন। রাঁচীতে দুই দলই একসঙ্গে অনুশীলন করেছিল। কিন্তু ক্লান্ত থাকার কারণে টি-টোয়েন্টি দল কলকাতা ম্যাচের আগে অনুশীলন করতে চায়নি।
গত বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের কাছে তাদের দেশে ০-২ হেরেছিল ভারত। তারপর এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এ বারের দুই টেস্টের সিরিজও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। আগামী ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর থেকে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর ফের সাদা জার্সিতে দেখা যাবে ভারতীয় দলকে।
যদিও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেই অধিনায়ক বিরাট কোহলী। দ্বিতীয় টেস্টে তিনি ফিরবেন। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রহাণে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy