ব্যাট করছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি
সারা দিনে কোনও উইকেট ফেলতে পারল না ভারত।
দুই ওপেনার মিলেই এগিয়ে নিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ইনিংস। এখনও অবধি তাঁদের ফেরাতে পারলেন না অশ্বিনরা।
ক্রিজে জমে গিয়েছেন দুই কিউয়ি ওপেনার টম লাথাম (অপরাজিত ২৫ রানে) এবং উইল ইয়ং (অপরাজিত ৫৮ রানে)।
কোনও উইকেট ফেলতে পারল না ভারত। প্রায় একটা সেশন খেলে ফেললেন কিউয়ি ওপেনাররা।
প্রথম দশ ওভারে উঠে ছিল ১৮ রান। পরের ১০ ওভারে উঠল ৩০ রান। ক্রিজে রয়েছেন দুই কিউয়ি ওপেনার।
কানপুরে ব্যাট করতে নামল নিউজিল্যান্ড। ১০ ওভারে ১৮ তুললেন দুই ওপেনার। এখনও অবধি কোনও উইকেট পাননি অশ্বিনরা।
শ্রেয়সের শতরানের দাপটে কানপুরে ৩৪৫ রান তুলল ভারত। বড় রানের স্বপ্নে ধাক্কা দিলেন টিম সাউদি। একাই নিলেন পাঁচ উইকেট। তিন উইকেট নেন জেমিসন। দু'টি উইকেট নিয়েছেন আজাজ পটেল।
Innings Break!
— BCCI (@BCCI) November 26, 2021
That will be the end of #TeamIndia's innings with 345 on the board in the first innings.
Scorecard - https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/GeJ7A3iGRQ
আজাজ পটেলের বলে বোল্ড হলেন অশ্বিন। স্টেপ আউট করে মারতে গিয়ে আউট হলেন তিনি। ৫৬ বলে ৩৮ রান করলেন শ্রেয়স।
শ্রেয়স শতরান করলেও, দ্বিতীয় দিনের শুরুতেই চার উইকেট হারাল ভারত। সৌজন্যে টিম সাউদি।
Lunch on Day 1 of the 1st Test.
— BCCI (@BCCI) November 26, 2021
Shreyas Iyer gets to his maiden Test ton as #TeamIndia post 339/8 at Lunch.
Scorecard - https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/RzdZNSvyRy
ক্রিজে রয়েছেন অশ্বিন (অপরাজিত ৩১ রান) এবং উমেশ (অপরাজিত ০ রান)।
পাঁচ উইকেট নিলেন সাউদি। অক্ষর পটেলকেও ফেরালেন তিনি। শ্রেয়স ফিরতেই ভারতের রানের গতিতে ধাক্কা খেল।
প্রথম ইনিংসে তিনশো রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে শ্রেয়স এবং অশ্বিন।
১৬তম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরানের সঙ্গে দশম ভারতীয় হিসেবে ঘরের মাঠে অভিষেকে শতরানের নজিরও গড়লেন শ্রেয়স।
The latest addition into the Centuries on debut for India club - @ShreyasIyer15 👌#TeamIndia #INDvNZ @Paytm pic.twitter.com/r9yl1kFjQa
— BCCI (@BCCI) November 26, 2021
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পাতলেন ঋদ্ধি। দ্বিতীয় দিন দ্বিতীয় উইকেট তুলে নিলেন সাউদি। মাত্র ১ রান করলেন ঋদ্ধি।
জেমিসনের বলে দু'রান নিয়ে শতরান করলেন শ্রেয়স। অভিষেক ম্যাচে শতরান করলেন তিনি।
💯
— BCCI (@BCCI) November 26, 2021
A debut to remember for @ShreyasIyer15 as he brings up his maiden Test century 👏👏
Live - https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/GqItxthhXB
জাডেজা ফিরতে মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা। শ্রেয়স অপরাজিত ৮৫ রানে।
টিম সাউদির বলে বোল্ড জাডেজা। ১১২ বলে ৫০ রান করে আউট হলেন তিনি। ভেঙে গেল শ্রেয়সের সঙ্গে তাঁর ১২১ রানের জুটি।
প্রস্তুতি নিচ্ছে ভারত
Hello and welcome to Day 2 of the 1st Test.#INDvNZ @Paytm pic.twitter.com/nV0yRSK7nK
— BCCI (@BCCI) November 26, 2021
দ্বিতীয় দিন ভারতের হয়ে মাঠে নামছেন শ্রেয়স আয়ার এবং রবীন্দ্র জাডেজা। অভিষেক ম্যাচ খেলতে নেমেই অর্ধশতরান করেছেন শ্রেয়স। ৭৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৫০ রান করে অপরাজিত রয়েছেন জাডেজা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy