এই পথ দিয়ে এ বার ঢুকবেন না ক্রিকেটাররা। ফাইল ছবি
দীর্ঘ দু’বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে ক্রিকেট। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হচ্ছে ঐতিহ্যশালী এই ক্রিকেট স্টেডিয়ামে। তবে কোভিডের পরিস্থিতির কারণে ক্রিকেটারদের মেনে চলতে হবে অনেক নিয়ম।
জানা গিয়েছে, প্রতি বার ম্যাচের আগে যে রকম মূল প্রবেশপথ দিয়ে ঢুকে ক্রিকেটাররা সাজঘরে চলে যান, এ বার সে রকম দেখা যাবে না। এর প্রধান কারণ, ক্রিকেটাররা জৈবদুর্গে রয়েছেন। বিভিন্ন নিয়ম তাঁদের মানতে হচ্ছে। যে হেতু ম্যাচের দিন মূল প্রবেশপথের সামনে ইচ্ছুক সমর্থকদের ভিড় থাকে, তাই সেই জায়গা দিয়ে ক্রিকেটারদের প্রবেশ করানো ঝুঁকির হয়ে যাবে।
সে কারণেই বিকল্প ব্যবস্থার কথা ভেবেছে সিএবি। শোনা যাচ্ছে, ১৭ নম্বর গেটের পাশে একটি অস্থায়ী গেট তৈরি করা হয়েছে। সেখান থেকে ইডেনে প্রবেশ করে ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে চলে যাবেন। সেটিকে ‘অতি নিরাপত্তা’যুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, ওই প্রবেশপথের ধারেকাছে সাধারণ মানুষকে যেতে দেওয়া হবে না।
আগে ম্যাচের দিন ক্রিকেটাররা স্টেডিয়ামে ঢোকার মুখে তাঁদের উদ্দেশে চিৎকার করে সমর্থন জানাত আমজনতা। সেই সুযোগ এই কোভিড পরিস্থিতিতে মিলবে না বলেই জানা গিয়েছে। ফলে এ বার সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy