Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Rohit Sharma

India vs England: কেন বার বার জাতীয় দলে নেতৃত্ব বদল? উত্তর দিলেন ‘অধিনায়ক’ রোহিত শর্মা

চলতি বছরে ছ’জন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কেএল রাহুল, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, দীনেশ কার্তিক নেতৃত্ব দিয়েছেন।

রোহিতের উত্তর।

রোহিতের উত্তর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৯:৩৪
Share: Save:

ঘন ঘন অধিনায়ক বদল ভারতীয় ক্রিকেটে এখন কোনও নতুন ঘটনা নয়। চলতি বছরে ছ’জন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কেএল রাহুল, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, দীনেশ কার্তিক নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধবন। এমনিতে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক রোহিত। তবে প্রতি সিরিজেই নতুন নতুন অধিনায়ক দেখতে থাকা ভারতীয় সমর্থকদের প্রশ্ন, এর শেষ কবে?

কেন দলের এ রকম পরিস্থিতি এল যেখানে বার বার নেতৃত্ব বদল করতে হচ্ছে? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সঞ্চালক মাইক আথারটন প্রশ্ন করেছিলেন রোহিতকে। ভারত অধিনায়কের জবাব, “আমরা তো ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। সূচি আমরা সবাই জানি। নিজেদের মধ্যেও সেই বোঝাপড়া রয়েছে যে, ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। এতে নিজেদের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি করা যায়। যারা খেলছে তাদের সামনেও একটা বড় সুযোগ নিজেদের মেলে ধরার। আমার তো বেশ উত্তেজনাই লাগছে। আয়ারল্যান্ডে কিছু দিন আগেই ওরা খেলে এসেছে। এখানে প্রস্তুতি ম্যাচ খেলেছে।”

প্রসঙ্গত, ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও আগেই বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব ক্রিকেটারকেই দেখে নিতে চাইবেন তারা। তবে এটাও জানিয়েছেন, আর বেশি দিন হয়তো অপেক্ষা করা যাবে না। শীঘ্রই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্ত করতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE