Advertisement
০২ নভেম্বর ২০২৪
Rohit Sharma

Rohit Sharma: বিশ্রামের পক্ষে সওয়াল রোহিতেরও, ‘দু’দেশের এই সিরিজগুলোর কোনও ভবিষ্যৎ নেই’

ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, দ্বিপাক্ষিক সিরিজের বদলে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ হলে সব ক্রিকেটারের উৎসাহ বাড়বে।

রোহিতও বিশ্রাম চাইছেন

রোহিতও বিশ্রাম চাইছেন ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৯:৫০
Share: Save:

দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব কি ধীরে ধীরে কমে যাচ্ছে? সাম্প্রতিক কালে এই প্রশ্ন বার বারই ঘুরেফিরে আসছে আন্তর্জাতিক ক্রিকেটে। অনেকেই মনে করছেন, আধুনিক ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে। একই কথা বললেন রোহিত শর্মাও। বৃহস্পতিবার দ্বিতীয় এক দিনের ম্যাচের পর ভারত অধিনায়ক জানালেন, আরও বেশি দেশের বিরুদ্ধে খেলতে তিনি উৎসাহী। পাশাপাশি তিনিও বিশ্রামের পক্ষে সওয়াল করলেন।

কিছু দিন আগে দ্বিপাক্ষিক সিরিজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রবি শাস্ত্রী। জানিয়েছিলেন, এক সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই গোটা বিশ্বের দখল নিয়ে নেবে। রোহিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বপক্ষে মুখ না খুললেও বলেছেন, “দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে হলে আরও ভাল ভাবে পরিচালনা করা দরকার। সূচি এমন ভাবে তৈরি করতে হবে যাতে মাঝে কিছুটা বিরতি থাকে। ছোটবেলায় ক্রিকেট খেলতে খেলতে বেড়ে ওঠার সময় দেখতাম অনেক ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ হত। এখন সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আমার মনে হয়, ওটাই ভবিষ্যৎ। এতে প্রতিটি দলের কাছে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় থাকে।”

রোহিতের কথায় যুক্তি রয়েছে। এজবাস্টন টেস্ট এবং প্রথম টি-টোয়েন্টির মাঝে মাত্র একদিন বিরতি ছিল। আবার টি-টোয়েন্টি সিরিজ এবং এক দিনের সিরিজের মাঝেও এক দিন বিরতি। দু’টি সিরিজেই অন্যান্য শহরে গিয়ে খেলতে হয়েছে রোহিতদের।

রোহিত আরও বলেছেন, “যে ম্যাচগুলো আমরা খেলি, সবই চাপের। দেশের হয়ে খেলতে নামলে প্রত্যেকেই চায় নিজেদের সবটা দিতে। সেটা নিয়ে কেউই আপস করতে চায় না। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে দু’টি ম্যাচের মাঝের সময় আর একটু বেশি রেখে সূচি সাজাতে হবে। শুধু ভারত নয়, সব বোর্ডের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সেটা হলে ক্রিকেটাররা আরও বেশি নিজেদের সেরাটা নিংড়ে দেবে। প্রতিটা ম্যাচ খেলার জন্য উৎসাহী হবে। পরের পর ম্যাচ খেললে ওয়ার্কলোড নিয়ে ভাবতে হয়। দর্শকরা চায় সেরা ক্রিকেটাররাই খেলুক। সূচি ঠিক থাকলে খেলতে কোনও অসুবিধা নেই।”

অন্য বিষয়গুলি:

Rohit Sharma BCCI Virat Kohli Bilateral Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE