পাকিস্তানকে ছুঁলেন অক্ষর, রোহিতরা। ছবি পিটিআই
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। রবিবার হায়দরাবাদে শেষ ম্যাচে হবে সিরিজ়ের ফয়সালা। তার আগে শুক্রবার নাগপুরেই নতুন নজির গড়ে ফেলল রোহিত শর্মার দল। ছুঁয়ে ফেলল বাবর আজমের পাকিস্তানকে।
এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির রয়েছে পাকিস্তানের। ২০২১ সালে তারা ২০টি ম্যাচ জিতেছে। শুক্রবার সেই নজির স্পর্শ করেছে ভারত। রবিবার হায়দরাবাদে জিততে পারলে পাকিস্তানকে টপকে যাবে ভারত। ২১টি জয় হয়ে যাবে তাদের।
শুক্রবার আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ শুরু হতে দু’ঘণ্টা দেরি হয়। আট ওভারের ম্যাচ হয়। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে রোহিতের দুরন্ত ইনিংসে ভর করে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ভারত। শেষ ওভারে পর পর ছয় এবং চার মেরে ভারতকে জিতিয়ে দেন দীনেশ কার্তিক।
Captain @ImRo45's reaction ☺️
— BCCI (@BCCI) September 23, 2022
Crowd's joy 👏@DineshKarthik's grin 👍
🎥 Relive the mood as #TeamIndia sealed a series-levelling win in Nagpur 🔽 #INDvAUS | @mastercardindia
Scorecard ▶️ https://t.co/LyNJTtl5L3 pic.twitter.com/bkiJmUCSeu
তার আগে বল হাতে মাতিয়ে দেন অক্ষর পটেল। গ্লেন ম্যাক্সওয়েল এবং টিম ডেভিডকে আউট করেন তিনি। হর্ষল পটেল শেষ ওভারে ১৯ রান না দিলে আরও কম রানের লক্ষ্যমাত্রা থাকতে পারত ভারতের সামনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy