অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলছেন না রোহিত। ফাইল ছবি।
পারিবারিক অনুষ্ঠানের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে আগেই ছুটি নিয়েছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলবেন না জানিয়েছিলেন। বিরাট কোহলিরা যখন ওয়াংখেড়ের ২২ গজে স্টিভ স্মিথদের বিরুদ্ধে লড়াই করছেন, তখন রোহিত ব্যস্ত রইলেন শ্যালকের বিয়ের অনুষ্ঠানে।
টানা ক্রিকেটের মাঝে এক টুকরো অবসর। রোহিতের এই অবসর বিনোদনে ভরা। শুক্রবার শ্যালকের বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন জামাইবাবু। তারকা জামাইবাবু জমিয়ে দিলেন বিয়ের আসর। শ্যালকের বিয়ের মঞ্চ মাতালেন তিনিই। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রিতিকা সাজদে। গানের সঙ্গে দেদার নাচলেন রোহিত এবং রিতিকা। তাঁদের নাচের ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। শ্যালকের বিয়েতে রোহিতের মঞ্চ মাতানোর ভিডিয়োয় মজেছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই তাঁর নাচের প্রশংসা করেছেন। রোহিতকে এ ভাবে নাচতে তেমন দেখা যায় না। শ্রেয়স আয়ার, যুজবেন্দ্র চহাল, শিখর ধাওয়ানদের নাচের ভিডিয়ো মাঝে মধ্যে দেখা যায় সমাজমাধ্যমে তাঁদের নিজস্ব চ্যানেলে। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক সাধারণত এ সব থেকে দূরেই থাকেন। যদিও শ্যালকের বিয়েতে না নেচে থাকতে পারলেন না। স্ত্রী রিতিকার সঙ্গে মঞ্চে উঠে গানের তালে তালে কোমর দোলালেন তিনিও।
রোহিতের অনুপস্থিতিতে তাঁর ঘরের মাঠে ভারতের ব্যাটারদের অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে খুব একটা স্বচ্ছন্দ দেখাল না। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজারা সফরকারীদের ইনিংস ১৮৮ রানে গুটিয়ে দেয়। জয়ের জন্য সহজ লক্ষ্য পেলেও ধস নামল ভারতের ব্যাটিং লাইন আপে। মাত্র ৩৯ রানেই ৪ উইকেট হারান হার্দিকরা। অথচ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনিই।
Rohit Sharma with his wife Ritika Sajdeh dancing his brother-in-law marriage - What a beautiful video! pic.twitter.com/y2Ec1NnF1f
— CricketMAN2 (@ImTanujSingh) March 17, 2023
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় এক দিনের ম্যাচে খেলবেন রোহিত। পারিবারিক অনুষ্ঠানের পর যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। শেষ দু’টি এক দিনের ম্যাচে তিনিই নেতৃত্ব দেবেন দলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy