নেদারল্যান্ডসের বিরুদ্ধে হালকা মেজাজে রোহিত, জাডেজা, কোহলিরা। ছবি: আইসিসি।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলেছে ভারতীয় দল। বেঙ্গালুরুতে রবিবারের এই ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। কারণ এক নম্বর দল হিসাবে সেমিফাইনালে আগেই জায়গা নিশ্চিত করে নিয়েছিলেন রোহিত শর্মারা। অন্য দিকে নেদারল্যান্ডসের বিদায়ও নিশ্চিত হয়ে গিয়েছিল। তবু রবিবার নেদারল্যান্ডসকে অল আউট করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতীয় বোলারদের। আর তাতেই হয়েছে একটি নজির।
৩৭.৩ ওভারে ১৭২ রানে নেদারল্যান্ডসের ৬ উইকেট ফেলে দেওয়ার পরেও তাদের সহজে অলআউট করতে পারেনি ভারত। প্রতিপক্ষের ইনিংস শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে রোহিত শর্মাকে। শেষ পর্যন্ত তাঁকেও বল করতে হয়েছে। নেদারল্যান্ডসের শেষ উইকেটটি নিয়েছেন রোহিতই। তিনি মোট ন’জন বোলারকে ব্যবহার করেছেন রবিবারের ম্যাচে। নিয়মিত বোলারেরা উইকেট না পাওয়ায় বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদবকেও আক্রমণে এনেছিলেন রোহিত। পাঁচ নিয়মিত বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার মধ্যে একমাত্র কুলদীপ ১০ ওভার বল করেছেন।
নেদারল্যান্ডসকে অলআউট করার পাশাপাশি সেমিফাইনালের আগে রোহিত দলের অনিয়মিত বোলারদের দেখে নিতে চেয়েছিলেন। যাতে যে কোনও পরিস্থিতি সামাল দিতে পারেন। বিশ্বকাপ শুরুর আগেই রোহিত জানিয়েছিলেন, কোহলি এবং তাঁকে বল করতে দেখা যাবে। তবে শুভমন এবং সূর্যকুমারকে দিয়ে বল করিয়ে কিছুটা চমক দিতে চেয়েছেন তিনি। সেরে নিয়েছেন প্রয়োজনীয় পরীক্ষাও। উইকেটরক্ষক লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ার ছাড়া সবাই বল করেছেন।
বিশ্বকাপে তৃতীয় দল হিসাবে কোনও ম্যাচে ন’জন বোলারকে ব্যবহার করল ভারত। প্রথম বার ন’জন বোলার ব্যবহার করেছিল ইংল্যান্ড। ১৯৮৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ন’জন বোলার ব্যবহার করেছিলেন গ্রাহাম গুচ। দ্বিতীয় বার এমন ঘটনা ঘটেছিল ১৯৯২ সালের বিশ্বকাপে। সে বার পাকিস্তানের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের তৎকালীন অধিনায়ক মার্টিন ক্রো নয় জনকে দিয়ে বল করিয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy