—ফাইল চিত্র
এক দিনের সিরিজ শেষ হলেই শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য রোহিত শর্মা, ঋষভ পন্থরা পৌঁছে গেলেন ত্রিনিদাদে। সেই দলে দেখা গেল না লোকেশ রাহুলকে। করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বোর্ডের তরফে মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে রোহিত শর্মা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবরা ত্রিনিদাদ পৌঁছেছেন। তাঁদের অভ্যর্থনা জানান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং বোলিং কোচ প্রবীণ মাম্ব্রে। লোকেশ রাহুলকে সেই ভিডিয়োতে দেখা যায়নি। তাঁর করোনা হয়েছে। সেই কারণে গত শনিবার ত্রিনিদাদের উদ্দেশে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি তিনি। আদৌ এই সিরিজ খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয়।
The T20I squad members have arrived here in Trinidad 👋
— BCCI (@BCCI) July 26, 2022
The 5-match T20I series is all set to commence on July 29.#WIvIND #TeamIndia pic.twitter.com/pZLECGOtUu
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলী এবং যশপ্রীত বুমরাকে। ২৯ জুলাই থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। এক দিনের সিরিজে এখনও একটি ম্যাচ বাকি বুধবার হবে সেই ম্যাচ। এক দিনের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy