চহালের চার উইকেট। ছবি: রয়টার্স
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চার উইকেট নিয়েও ম্যাচ জেতাতে পারেননি। তবু যুজবেন্দ্র চহাল লর্ডসে ভাঙলেন ৩৯ বছরের পুরনো রেকর্ড।
বৃহস্পতিবার ৪৭ রান দিয়ে চার উইকেট নেন চহাল। ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে লর্ডসে ১২ রান দিয়ে তিন উইকেট নেন মহিন্দর অমরনাথ। সেটাই ছিল লর্ডসে এক দিনের ক্রিকেটে ভারতীয় বোলারদের সেরা বোলিং। অমরনাথকে টপকে গেলেন চহাল।
চহালের স্পিনে একের পর এক উইকেট দেন জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস এবং মইন আলি। আউট হওয়ার আগে মইন ৪৭ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ভারতীয় বোলারদের মধ্যে সফল হার্দিক পাণ্ড্যও। ছ’ওভার বল করে ২৮ রান দিয়ে দু’উইকেট নেন তিনি।
A fantastic spell (4-47) from @yuzi_chahal comes to an end and he gets an applause here at the Lord's.👏
— BCCI (@BCCI) July 14, 2022
Jonny Bairstow ✔️
Joe Root✔️
Ben Stokes✔️
Moeen Ali✔️https://t.co/N4iVtxsQDF #ENGvIND pic.twitter.com/VoN6FwdWOG
ইংল্যান্ড ২৪৬ রানে আটকে গেলেও ভারত ম্যাচ জিততে পারেনি। রোহিত শর্মা, বিরাট কোহলীদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়। ১০০ রানে হেরে যায় ভারত। সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। রবিবার ম্যাঞ্চেস্টারে দু’দলের কাছেই সুযোগ রয়েছে সিরিজ জয়ের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy