প্রথমে বাংলাদেশ। তার পর পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পর পর দু’ম্যাচ জিতেছে ভারত। কিন্তু এখনও সেমিফাইনাল পাকা হয়নি তাদের। খাতায়কলমে এখনও অপেক্ষা করতে হবে রোহিত শর্মাদের। কিন্তু কেন?
বাংলাদেশ ও পাকিস্তানকে হারানোর পর ভারতের পয়েন্ট দুই ম্যাচে ৪। তাদের নেট রানরেট ০.৬৪৭। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট এক ম্যাচে ২। নেট রানরেট ১.২০০। তিন নম্বরে বাংলাদেশ। একটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ০। নেট রানরেট -০.৪০৮। পয়েন্ট তালিকার একেবারে শেষে পাকিস্তান। দুই ম্যাচের দু’টিতেই হেরেছে তারা। তাদের পয়েন্ট ০। নেট রানরেট -১.০৮৭।
এই গ্রুপ থেকে বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড, দু’দলেরই ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সোমবার বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডের খেলা। সেই ম্যাচে যদি বাংলাদেশ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ২। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে ৪ পয়েন্ট হবে তাদের। নিউ জ়িল্যান্ড যদি আবার শেষ ম্যাচে ভারতকে হারায় তা হলে তাদেরও পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে তিনটি দল ৪ পয়েন্টে শেষ করবে। তখন নেট রানরেটে ঠিক হবে যে কোন দুই দল সেমিফাইনালে যাবে।
আরও পড়ুন:
খাতায়কলমে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানেরও। কারণ, বাংলাদেশ যদি নিউ জ়িল্যান্ডকে হারায় ও পাকিস্তানের কাছে হারে এবং ভারত যদি শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারায়, তা হলে পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড তিন দলেরই ২ পয়েন্ট করে হবে। সে ক্ষেত্রেও নেট রানরেটে ঠিক হবে ভারত ছাড়া আর কোন দল সেমিফাইনালে যাবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কিন্তু যদি বাংলাদেশ সোমবার নিউ জ়িল্যান্ডের কাছে হেরে যায় তা হলে ভারতের পাশাপাশি নিউ জ়িল্যান্ডেরও ৪ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ কোনও দলই ২ পয়েন্টের বেশি পাবে না। অর্থাৎ, যদি সোমবার নিউ জ়িল্যান্ড জেতে তা হলে ভারত ও নিউ জ়িল্যান্ড দু’দলই সেমিফাইনালে চলে যাবে। এই দুই দলের শেষ ম্যাচে নির্ধারিত হবে যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল।