Advertisement
০২ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: জয়ের মুখ দেখায় টিকে থাকলেন কোহলীরা, কী হলে এখনও ভারত যেতে পারে সেমিফাইনালে

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ভারত। ফলে অঙ্কের বিচারে এখনও ছুটি হয়নি বিরাট কোহলীদের। কী ভাবে ভারত শেষ চারে যেতে পারে?

এখনও সুযোগ রয়েছে কোহলীদের

এখনও সুযোগ রয়েছে কোহলীদের ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২৩:২০
Share: Save:

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ভারত। ফলে অঙ্কের বিচারে এখনও ছুটি হয়নি বিরাট কোহলীদের। কী ভাবে ভারত শেষ চারে যেতে পারে? এই গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে চলে গিয়েছে। দেখে নেওয়া যাক এই গ্রুপ থেকে অন্য কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রুপ ২

ভারত

আফগানিস্তানকে হারালেও নিজেদের হাতে কিছু নেই। শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ডও বাকি দু’টি ম্যাচ জেতে। ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বিরাট কোহলীদের একটাই সুবিধে, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসাব করে খেলতে পারবে।

ম্যাচ বাকি: স্কটল্যান্ড (৫ নভেম্বর), নামিবিয়া (৭ নভেম্বর)

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিউজিল্যান্ড

পাকিস্তানের পর এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড নিজেদের সব ম্যাচ জেতে, তা হলে আর কারও দিকে তাদের তাকিয়ে থাকতে হবে না। যদি তারা আফগানিস্তানের কাছে হারে, নামিবিয়াকে হারায় এবং ভারত বাকি দুটি ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে ছয়। নেট রানরেটে আফগানিস্তান (+১.৪৮১) অনেক এগিয়ে ভারত (+০.০৭৩), নিউজিল্যান্ডের (+০.৮১৬) থেকে।

ম্যাচ বাকি: নামিবিয়া (৫ নভেম্বর), আফগানিস্তান (৭ নভেম্বর)

আফগানিস্তান

স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তান এই গ্রুপে নেট রানরেটে সবথেকে ভাল জায়গায় রয়েছে। ভারতের কাছে হারলেও আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে নেট রানরেটে তারা শেষ চারে চলে যাবে।

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (৭ নভেম্বর)

নামিবিয়া

শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে অনেকটা পিছিয়ে -১.৬০০।

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (৫ নভেম্বর), ভারত (৮ নভেম্বর)

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 Indian Cricket Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE