আফগানিস্তানকে হারিয়ে দিল ভারত। ছবি: পিটিআই
বিরাট কোহলীদের জয়। এ বারের টি২০ বিশ্বকাপে প্রথম বার জয়ের মুখ দেখল ভারত। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কিছুটা আশা বাঁচিয়ে রাখল তারা। পাঁচ বছর পর আন্তর্জাতিক টি২০ ম্যাচে উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন।
ম্যাচ জিতলেও, টস হেরে গিয়েছিলেন কোহলী। প্রথমে ব্যাট করতে বাধ্য হয় ভারত। তবে অন্য দিনের মতো টস হারা মানে ম্যাচ হারা রেকর্ড বুধবার বাজেনি। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের দাপুটে ব্যাটিং ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। শুরু থেকেই মারতে শুরু করেন তাঁরা। রেয়াত করেননি রশিদ খানকেও। পাওয়ার প্লে-তে ৫৩ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন রোহিত-রাহুল। ১৪.৪ ওভারে রোহিত ও রাহুল ১৪০ রান তোলেন। দুই ওপেনারই অর্ধশতরান করেন। ৪৭ বলে ৭৪ রান করে আউট হন রোহিত। রাহুল করেন ৪৮ বলে ৬৯ রান।
তাঁরা ফিরে গেলেও ভারতের রানের গতি কমতে দেননি ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য। রশিদের চার ওভারে ৩৬ রান নেয় ভারত। সব থেকে বেশি মার খেয়েছেন নবীন উল হক। তাঁর চার ওভারে ওঠে ৫৯ রান। পন্থ এবং হার্দিক দু’জনেই ১৩টি করে বল খেলেছেন। পন্থ করেন ২৭ রান, হার্দিক করেন ৩৫ রান।
ব্যাট করতে নেমে শুরুতেই আফগানিস্তানকে ধাক্কা দেন মহম্মদ শামি। মহম্মদ শাহজাদকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। অন্য ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ফেরান যশপ্রীত বুমরা। ১৩ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। রান করলেও একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
২০ ওভারে ১৪৪ রান তোলে আফগানিস্তান। ৬৬ রানে ভারতের কাছে হারতে হল তাদের। ভারতীয় বোলাররা যদিও ১০ উইকেট নিতে পারলেন না। ৭ উইকেট হারায় আফগানিস্তান। তাদের হয়ে সব চেয়ে বেশি রান করেন করিম জনাত। ২২ বলে ৪২ রান করেন তিনি।
ভারতের হয়ে সব চেয়ে বেশি উইকেট নেন মহম্মদ শামি। তিন উইকেট নিলেও ৩২ রান দিয়েছেন ভারতীয় পেসার। অশ্বিন নিয়েছেন দুটো উইকেট। ভারতকে চিন্তায় রাখবেন শার্দূল ঠাকুর। তিন ওভার বল করে ৩১ রান দিয়েছেন তিনি। একটিও উইকেট পাননি শার্দূল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy