নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের। ছবি: পিটিআই।
রবিবার ইডেনে নিউজিল্যান্ডকে হারিয়ে একটি রেকর্ড করে ফেলল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরে এবং বাইরে একটিও ম্যাচ না হেরে টি-টোয়েন্টি সিরিজ জেতার রেকর্ড করল ভারত। বিশ্বে ভারতই একমাত্র দল, যারা এই কীর্তি গড়ল।
২০২০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ফলে জেতে। দু’টি ম্যাচ টাই হয়। এরপর এ বার নিজেদের দেশে ভারত নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ফলে হারাল।
বিরাট কোহলীর নেতৃত্বে ২০২০ সালের সিরিজে ভারত অকল্যান্ডে প্রথম ম্যাচ জেতে ৬ উইকেটে। অকল্যান্ডেই পরের ম্যাচে কোহলীরা জেতেন ৭ উইকেটে। হ্যামিলটনে তৃতীয় ম্যাচ টাই হয়ে যায়। ওয়েলিংটনে চতুর্থ ম্যাচও টাই হয়ে যায়। মাউন্ট মাউনগানুইয়ে কোহলী খেলেননি। রোহিত শর্মার নেতৃত্বে নামে ভারত। ৭ রানে জেতেন রোহিতরা।
এ বার টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলী। তা ছাড়া তিনি গোটা সিরিজেই বিশ্রামে। নতুন অধিনায়ক রোহিতের নেতৃত্বে জয়পুরে প্রথম ম্যাচে ভারত জেতে ৫ উইকেটে। রাঁচীতে দ্বিতীয় ম্যাচে ভারতের জয় আসে ৭ উইকেটে। কলকাতায় রবিবার শেষ ম্যাচে রোহিতরা জেতেন ৭৩ রানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy