Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Yashasvi Jaiswal

১ বলে ১২ রান, বিশ্বরেকর্ড যশস্বীর, কী ভাবে হল এই নজির?

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বরেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল। ১ বলে ১২ রান করলেন তিনি। কী ভাবে এই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার?

cricket

যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:৪৮
Share: Save:

বিশ্বরেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ১ বলে ১২ রান করলেন তিনি। কী ভাবে এই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার?

পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারে বল করতে যান জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। ব্যাট করছিলেন যশস্বী। সিকন্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস। স্কোয়্যার লেগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী। আম্পায়ার নো ডাকেন। পরের বলটি ফ্রি হিট ছিল। সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাঁহাতি ওপেনার। দুই ছক্কায় ১ বলে ১২ রান করেন তিনি।

ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচের প্রথম বলে কেউ ১২ রান করতে পারেননি। যশস্বী তা করেছেন। দলের রান হয়েছে ১ বলে ১৩। এটিও বিশ্বরেকর্ড। ম্যাচের প্রথম বলেই কোনও দল এত রান করতে পারেনি।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। সঞ্জু স্যামসন ৪৫ বলে ৫৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায় জ়িম্বাবোয়ে। ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার। ৪২ রানে ম্যাচ জেতে ভারত। ৪-১ ব্যবধানে জ়িম্বাবোয়েকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারান শুভমন গিলেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yashasvi Jaiswal India Cricket T20I
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE