রোহিত শর্মা। — ফাইল চিত্র।
রবিবার পার্থে পাকিস্তান হারতেই সুখবর পেয়ে গেল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সবার উপরে উঠে এলেন রোহিত শর্মারা। এক নম্বর স্থান থেকে সরে গেল পাকিস্তান। উঠে এল ভারত। দু’দলেরই পয়েন্ট শতাংশ একই (৬৬.৬৭)। কিন্তু ভারতের থেকে বেশি ম্যাচ খেলার কারণে দু’নম্বরে রয়েছে পাকিস্তান।
এ দিন অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে ৩৬০ রানে হেরে গিয়েছে পাকিস্তান। তিন টেস্টের সিরিজ়ে তারা পিছিয়ে পড়েছে ০-১ ব্যবধানে। তার থেকেও বড় ব্যাপার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও তারা দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলে দু’টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে একটিতে। তাদের পয়েন্ট ২৪। অন্য দিকে, ভারত চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র দু’টি টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে। তারা একটিতে জিতেছে, একটি ড্র হয়েছে। ফলে তাদেরও পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
এখনও পর্যন্ত দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে আইসিসি। দু’টিরই ফাইনালে উঠেছে ভারত। কিন্তু কোনও বারই জিততে পারেনি তারা। প্রথম বার হেরে যায় নিউ জ়িল্যান্ডের কাছে। এ বছর তারা হারে অস্ট্রেলিয়ার কাছে।
পার্থ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন ডেভিড ওয়ার্নার। তাঁর ১৬৪ রানের দাপটে পাক বোলারদের উপর ছড়ি ঘোরায় অস্ট্রেলিয়া। ৯০ রান করেন মিচেল মার্শ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৭১ রানে। নেথন লায়ন ৩ উইকেট নেন। ২ উইকেট করে নেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জস হেজ়লউড, মিচেল মার্শ এবং ট্রেভিস হেড।
প্রথম ইনিংসে ২১৬ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। যদিও ফলো-অন করায়নি কামিন্সের দল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। কিন্তু এই ইনিংসে ওয়ার্নার কোনও রান করতে পারেননি। পাঁচ বল খেলে আউট হয়ে যান তিনি। ২ রান করে আউট হয়ে যান মার্নাস লাবুশেনও। পাকিস্তানের খুরাম শেহজ়াদ একাই ২ উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে উসমান খোয়াজা করেন ৯০ রান। তাঁর সঙ্গে জুটি গড়েন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক করেন ৪৫ রান। ২৩৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন প্যাট কামিন্স।
পাকিস্তান ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে। সাউদ শাকিলের করা ২৪ রানই তাদের ইনিংসের সর্বোচ্চ। বাবর আজ়ম করেন ১৪ রান এবং ইমাম উল হক করেন ১০ রান। তাঁরা বাদ দিয়ে আর কোনও ব্যাটার দু'অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং জস হেজ়লউড। দু'টি উইকেট নেন নেথন লায়ন। একটি উইকেট নেন প্যাট কামিন্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy